বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪
Online Edition

সোনাইমুড়ীতে সরকারি জায়গায় অবৈধভাবে ভবন নির্মাণ

সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালীর সোনাইমুড়ী সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকরা অবৈধভাবে জায়গা দখল করে ভবন নির্মাণ করছে। গোপনসূত্র ও সরেজমিনে গিয়ে জানা যায়, সাব-রেজিস্ট্রার অফিসের উত্তর পাশে সরকারি জায়গা প্রায় ৭ শতাংশের উপরে নিয়ম-নীতির তোয়াক্কা না করে স্বার্থন্বেষী মহল ও দলিল লেখকরা অবৈধভাবে ভবন নির্মাণ করছে অথচ তারা সরকারি কর্মচারী নন। দলিল লেখক সমিতির সাধারণ স¤পাদক সোলায়মান বলেন, আমরা সরকারি লোক, সরকারি জায়গায় ভবন নির্মাণ করছি। এতে অসুবিধা কোথায়? এ বিষয়ে সাব-রেজিস্ট্রার মনজুরুল ইসলামের বক্তব্য নিতে গেলে তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম আমাদেরকে আই.জি.আর থেকে ভবন নির্মাণের অনুমতি নিয়ে দিয়েছেন। জাহাঙ্গীর আলমের মুঠোফোনে কল দিলে তিনি জানান, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। বিভাগীয় প্রধান (আই.জি.আর) সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, সোনাইমুড়ী সাব-রেজিস্ট্রার আমার কাছ থেকে ভবন নির্মাণের কোন অনুমতি নেয়নি। এ বিষয়ে আমি অবগত নই।

অনলাইন আপডেট

আর্কাইভ