ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

খালেদার রায়: বিএনপির প্রতিক্রিয়া

কারাগারে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে

সংগ্রাম অনলাইন ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, এ রায়ে খালেদা জিয়া ন্যায় বিচার পাননি।আজ বিবিসির সাথে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, "আমরা ক্ষুব্ধ। রায়ের বিরুদ্ধে আমরা আইনগত পদক্ষেপ অবশ্যই নিবো"।

অন্যদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নেতাকর্মীদের রাস্তায় নেমে এসে শাান্তিপূর্ণ ভাবে আইনের সীমায় থেকে আন্দোলনে নেমে আসার আহবান জানিয়েছেন।

তাৎক্ষনিক প্রেস ব্রিফিং এ তিনি বলেন, "এ রায়ে প্রতিহিংসার বহি:প্রকাশ ঘটিয়েছে সরকার"।

ওদিকে দলের যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন বলেছেন তারা আদালতে রায়ের কপির জন্য আবেদন করেছেন এবং সেটি পেলে রোববার বা সোমবারে এ রায়ের বিরুদ্ধ আপিল করবেন।

অনলাইন আপডেট

আর্কাইভ