বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

মাধবদীতে ব্যবসা বাণিজ্য অস্থিতিশীল বাড়ছে বেকারত্ব ও ভিক্ষুকের তালিকা

মাধবদী (নরসিংদী) সংবাদদাতা : প্রাচ্যের ম্যানচেষ্টার খ্যাত মাধ্বদী ও আশপাশের এলাকায় গত কয়েক মাস যাবৎ সকল প্রকার উৎপাদনশীল বাণিজ্যিক প্রতিষ্ঠান ও খাদ্য সামগ্রী বিক্রয় প্রতিষ্ঠান গুলোতে মারাত্মক অস্থিতিশীলতা চলছে। গতকাল ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে ঘিরে বেশ ক’দিন যাবৎ এখানকার মফস্বল অঞ্চলে আইন শৃংখলা বাহিনীর ধরপাকরের কারনেও শান্তিপ্রিয় মানুষ ভীত সন্ত্রস্ত থাকায়ও কিছুটা অস্থিতিশীলতা বিরাজ করে। ইতিমধ্যেই অধিকাংশ খ্যাতিমান খাবার প্রতিষ্ঠান সহ বস্ত্র শিল্প উৎপাদন কারখানা বন্ধ হয়ে গেছে। এ অঞ্চলের মূল ব্যবসা কাপড়, সুতা, রং কেমিক্যাল বিক্রয় প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় ডাইং ফিনিশিং মিলের অনেক শ্রমিক বেকার হয়ে পড়েছে। এদিকে এসব প্রতিষ্ঠান অচল হলেও পণ্যমূল্য কমেনি বরং কোন কোন ক্ষেত্রে বেড়েছে। সেই সাথে বেড়েছে ভিক্ষুক ও সাহায্য প্রার্থীর সংখ্যাও মাধবদী, শেখেরচর ও পাঁচদোনা মোড়ে সকালে ও সন্ধ্যায় বিভিন্ন গন্তব্যে যাত্রী ও আগত যাত্রীরা অনেক সময় গাড়িতে উঠানামা করতে গিয়ে ভিক্ষুক ও সাহায্য প্রার্থীদের হাকডাকে বিরক্তি বোধ করতে হয়। বিভিন্ন মিল ফ্যক্টরিতে তৈরী কাপড়ে গোডাউন বোঝাই করে গদিতেও কাপড়ে বোঝাই হয়ে আছে, তবে বিক্রি নেই উল্যেখযোগ্য হারে। কিন্তু বিদেশী কাপড়ের অবৈধ আগমন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন নজরদারী নেই। এসব কারণে শান্তিপ্রিয় এ শান্ত জনপদ মাধবদী অঞ্চল এখন অস্থিতিশীল। বর্তমান গণতান্ত্রিক সরকারের আমলে বিভিন্ন স্থানের উন্নয়ন প্রত্যক্ষ করে এখানকার নি¤œ আয়ের ও বেকারত্বের স্বিকার সাধারণ মানুষ যেন স্বপ্ন দেখার কথা ভাবছে। কেউ কেউ উপহাস করতে শুরু করেছে। কারণ নি¤œ আয়ের মানুষ চায় তাদের খাদ্য নিরাপত্তা স্বাস্থ্য সেবা। এর কোনটারই নিরাপত্তা নেই বরং বেড়েছে খাদ্য ও চিকিৎসা ব্যয়। ফলে দিন যাচ্ছে আর বেকারত্ব ও ভিক্ষুকের সংখ্যা বেড়েই চলেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ