শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

পবায় টিস্যুকালচার পদ্ধতির বীজ আলুর মাঠ দিবস অনুষ্ঠিত

রাজশাহী অফিস : রাজশাহীর পবা উপজেলা বড়গাছি গ্রামের মাঠে টিস্যুকালচার পদ্ধতিতে উৎপাদিত বীজ আলুর মাঠ দিবস সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্র্যাক সীড এন্ড এগ্রোএন্টার প্রাইজ’র আয়োজনে মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব মোশারফ হোসেন।  এতে প্রধান অতিথি ছিলেন ব্যাক কর্মকর্তা এমএ মনসুর লিয়ন, বিশেষ অতিথি প্রভাষক ওয়াজেদ আলী, পবা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন ব্র্যাক বীজ আলুর ব্যবসায়ী আফজাল হোসেন। অনুষ্ঠানে আলু বীজের সুফল সম্পর্কে চাষিদের জানানো হয়। পাশাপাশি বীজ উৎপাদন ও সংরক্ষণে আলোচনা করা হয়। এ বছর পবা উপজেলায় ১ হাজার তিন শত মে.টন প্রত্যয়িত ব্র্যাক আলুবীজ চাষিদের মাঝে সরবরাহ করা হয়। আশানুরূপ আবাদ ও ফলন হচ্ছে বলে চাষিরা জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ