শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

সম্ভাবনাময় কাশিপুর মুক্তিযোদ্ধা গার্লস স্কুল এ্যান্ড কলেজ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : এলাকাবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশার প্রতিফলন  সম্ভাবনাময় হোমনা ভাষানিয়া কাশিপুর মুক্তিযোদ্ধা গার্লস স্কুল এন্ড কলেজ। ৯ জুলাই ২০১৫ সালের স্মারক নং: ডিডিকুম /৮৬৮/৬স, এই প্রতিষ্ঠানটি হওয়ার কারণে এলাকার মেয়েদের পড়াশোনার পথ সুগম হয়েছে।
দেশের প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলসহ সর্বত্র নারী সমাজের মূল্যায়নের ক্ষেত্রে যে বিশেষ ভূমিকা তৈরী হয়েছে সেটি দেশকে এগিয়ে নেওয়ার এক বিরল দৃষ্টান্ত। সেক্ষেত্রে সারাদেশেই মহিলা কলেজ, গার্লস স্কুল ও মহিলাদের জন্য বিশ^বিদ্যালয় পর্যন্ত প্রতিষ্ঠিত হয়েছে। হোমনার অজ পাড়াগায় একটি গার্লস স্কুল এ্যান্ড কলেজ না থাকায় এ এলাকায় নারীদের শিক্ষার পথ মন্থর হয়েছিল। মুক্তিযোদ্ধাসহ এলাকার বিশিষ্ট জনদের সময়োপযোগী বিচক্ষণ সিদ্ধান্তের কারণে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লাভ করে। এটিকে টিকিয়ে রাখার জন্য এলাকার অভিভাবক, সুশীল সমাজ ও সংশ্লিষ্ট শিক্ষক ও পরিচালক মন্ডলী সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। গতকাল বুধবার হোমনা ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর মুক্তিযোদ্ধা গার্লস স্কুল এ্যান্ড কলেজে গিয়ে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর পাঠদান চলতে দেখা যায়। এ বিষয়ে মুক্তিযোদ্ধা ও সাবেক শিক্ষক এরশাদ হোসেন জানান, তিনি এ প্রতিষ্ঠানের সভাপতি। এখানে ১৮জন পরিচালক রয়েছে। এরশাদ হোসেন বলেন, আমরা নিয়ম-নীতির মাধ্যমে এগুনোর চেষ্টা করছি। তবে পরিচালক গোলাম মাওলা বলেন, বর্তমানে তারা কোচিং পদ্ধতিতে পাঠদান করাচ্ছেন। পাঠ্য পুস্তকও তারা বিভিন্ন ভাবে সংগ্রহ করেছেন বলে জানান। এখানে স্কুল শাখার প্রধান হিসেবে আমিনুল ইসলামসহ ৯জন শিক্ষক পাঠদান করছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ