শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

শিক্ষার উন্নয়নে নবীগঞ্জ উচ্চ বিদ্যালয়

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান: শিক্ষার উন্নয়নে ও পরীক্ষায় শতভাগ ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠান দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৯নং কুশদহ ইউনিয়নের নবীগঞ্জ উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি লেখাপড়ার গুনগত মানোন্নয়ন সহ শিক্ষা সম্প্রসারণে একের পর এক সাফল্য ভূমিকা পালন করে চলেছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দেশের বিখ্যাত বেসরকারী পর্যটন কেন্দ্র স্বপ্নপুরীর স্বত্তাধিকারী ও ৯নং কুশদহ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন জানান, কুশদহ ইউনিয়নের শিক্ষার উন্নয়নে নবীগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে। এ বিদ্যালয় থেকে লেখাপড়া করে অনেক শিক্ষার্থী সুনাম ও নিষ্ঠার সাথে দেশ বিদেশে ছড়িয়ে আছে। উচ্চতর ডিগ্রী অর্জন, প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ অলঙ্কৃত করেছেন বিভিন্ন অঙ্গন। প্রতিবছর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আয়োজনে ও শিক্ষার্থীদের সহযোগিতায় শিক্ষার গুনগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ, বিদায়ীদের সংবর্ধনা ও নবীন শিক্ষার্থীদের  বরন, কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা, শিক্ষার্থীদের লেখা নিয়ে কবিতা ছোট গল্প সহ দেয়াল পত্রিকা উল্লেখযোগ্য।

অনলাইন আপডেট

আর্কাইভ