ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

`শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে অপসারণ করা হবে'

সংগ্রাম অনলাইন ডেস্ক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকার অপসারণের দৃষ্টান্ত স্থাপন করা হবে।তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি করার পর সরকারের সাথে সমঝোতার সমস্ত পথ বন্ধ বন্ধ হয়ে গেছে, এখন আন্দোলনই একমাত্র পথ।

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে প্রতিবাদী নাগরিক সভায় তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, বেগম খালেদা জিয়াকে আরো বেশিদিন কারাগারে রাখার জন্য রায়ের সার্টিফাইড কপি দিতে বিলম্ব করা হচ্ছে। তাকে নির্বাচব থেকে দূরে রাখাই সরকারের লক্ষ্য। কিন্তু তা পারবে না। আর কিছুদিনের মধ্যে রায়ের কপি পেলে আমরা আপিল করবো। আশা করি জামিন পাবো।

“আমরা অবশ্যই বেগম খালেদা জিয়াকে নিয়ে নির্বাচনে যাবো। সুষ্ঠু নির্বাচন হলে এবং জনগণ ভোট কেন্দ্রে যেতে পারলে আওয়ামী লীগের খবর আছে”- বলেন বিএনপির এই নেতা।

মওদুদ বলেন, এখন আন্দোলনের কোন বিকল্প নেই। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেও যে সরকার অপসারণ করা যায় তার দৃষ্টান্ত স্থাপন করবে বিএনপি।

অনলাইন আপডেট

আর্কাইভ