মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪
Online Edition

নতুন ব্রিজ- নিউ মার্কেট টেম্পো রুটে যাত্রীদের ভোগান্তি নিরসনে পদক্ষেপ গ্রহণের আহ্বান

বৃহত্তর দক্ষিণ চট্টগ্রামবাসীর শহরে প্রবেশদ্বার নতুন ব্রীজ- নিউ মার্কেট টেম্পো রুটে গত ৩ দিন যাবত যাত্রীরা চরম  ভোগান্তির সম্মুখীন হচ্ছে। পূর্বের কোন ঘোষণা ছাড়াই তিন চাকার ম্যাক্সজিমা টেম্পো গত শনিবার থেকে হঠাৎ বন্ধ হয়ে অদ্যাবধি চালু না হওয়ায় যাত্রী সাধারণ পুনরায় দুর্ভোগের শিকার হচ্ছে। চট্টগ্রাম সিটি যাত্রী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ এতে উদ্বেগ প্রকাশ করে বলেন, দক্ষিণ চট্টগ্রামের মানুষ যারা দৈনন্দিন শহরে আসা-যাওয়া করে তাদের যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে তেমনি রিক্সা এবং লোকাল টেক্সি করে অতিরিক্ত ভাড়া দিয়ে শহরে যাতায়াত করতে হচ্ছে। এতে যাত্রী সাধারণ নিদারুণ কষ্টে পড়েছে যানবাহনের অভাবে। বর্তমানে কয়েকটি পুরোনো লক্কর ঝক্কর মার্কা টেম্পো চললেও তা চাহিদার তুলনায় অত্যন্ত অপ্রতুল। চট্টগ্রাম সিটি যাত্রী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব এসএম জহিরুল হক, সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নাজিম উদ্দিন, কার্যকরি সভাপতি আ.ন.ম. তৈয়ব আলী, সাংবাদিক আবদুর নূর চৌধুরী, আবদুল আজিজ, রণজিত ঘোষ, ফরহাদ উদ্দিন হিরু এক যুক্ত বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে এ ব্যাপারে দ্রুত কার্যকরি পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ