বুধবার ১৭ এপ্রিল ২০২৪
Online Edition

চুয়াডাঙ্গায় দু’দিনব্যাপী এপার বাংলা ওপার বাংলা সাহিত্য সম্মেলনের উদ্বোধন

চুয়াডাঙ্গা সদর সংবাদদাতা : ‘এসো শিল্পের আগুনে পুড়ে শুদ্ধ হই, দ্বিধা আর জড়তা ভেঙ্গে মুক্ত হই’ এ শ্লোগান হৃদয়ে ধারণ করে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের গৌরবময় ৪০ বছর বর্ষ পূর্তিতে দু’দিনব্যাপী মিনিস্টার এপার বাংলা ওপার বাংলা সাহিত্য সম্মেলন শনিবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমি চত্বরে শুরু হয়েছে। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ আয়োজিত এ সম্মেলন উদ্বোধন করেন, কথাসাহিত্যিক ও কবি আনোয়ারা সৈয়দ হক ও ভারতের প্রখ্যাত কথাশিল্পী আবুল বাশার। সম্মেলনে এপার বাংলার ৬৪টি জেলার সাথে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার কবি সাহিত্যিকগণ অংশ নিচ্ছেন।   
সাহিত্য সম্মেলন উপলক্ষে চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমি চত্বর থেকে এদিন সকাল ১০টায় বর্ণাঢ্য এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেন। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন সংসদ সদস্য শিরিন নাঈম পুনম, জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, কবি মাকিদ হায়দার, কথাসাহিত্যিক নাসরিন জাহান, কবি ফরিদ আহমদ দুলাল, কবি আশরাফ আহমদ, ভারতের কবি নন্দ দুলাল আচার্য, কবি নাট্যকার আশিশ ভট্টাচার্য ও গল্পকার ও কবি পার্থ আচার্য।

অনলাইন আপডেট

আর্কাইভ