সংসদীয় কমিটিতে ক্ষোভ অবৈধ দখলে দেশের ৩৭০ বালুমহাল
সংসদ রিপোর্টার : দেশের ৮টি বিভাগে থাকা ৭৬৫টি বালুমহালের মধ্যে ৩৯৫টি সরকারীভাবে ইজারা দেয়া হলেও বাকী ৩৭০টি বালুমহাল প্রভাবশালীরা অবৈধভাবে দখল করে রেখেছেন। যেকারণে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। জাতীয় সংসদ ভবনে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এনিয়ে ক্ষোভ প্রকাশ করে কমিটির সদস্যরা মন্ত্রণালয়কে অতিদ্রুত এবিষয়ে পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন।
কমিটির সভাপতি মো. রেজাউল করিম হীরার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ, মীর শওকত আলী বাদশা, সামসুল আলম দুদু এবং গাজী ম,ম, আমজাদ হোসেন মিলন অংশ নেন। ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল জলিলসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। কমিটি সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের বালুমহালের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ৮টি বিভাগে মোট ৭৬৫টি বালুমহাল রয়েছে, যার মধ্যে ৩৯৫টি ইজারা দিয়ে ৬৫ কোটি ৯৩ লাখ ১৪ হাজার ৩৬৯ টাকা আয় করা হয়েছে যা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে। অবশিষ্ট ৩৭০টি বালুমহাল নিয়ে রিট মামলা চলমান থাকায় এগুলো ইজারা দেয়া সম্ভব হয়নি। তবে রিট মামলাগুলোর নিষ্পত্তি সাপেক্ষে এগুলো ইজারা দেয়া হবে। কমিটি সরকারী রাজস্ব আয় বৃদ্ধি করার স্বার্থে মন্ত্রণালয়কে বালুমহালের ইজারা প্রদান অব্যাহত রাখার সুপারিশ করে