বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

আরএমপি’র নতুন ৮ থানার কার্যক্রম আজ শুরু ॥ ওসিদের পদায়ন সম্পন্ন

রাজশাহী : আরএমপি’র নতুন ৮ থানায় পদায়নকৃত অফিসার ইনচার্জগণ                  -সংগ্রাম

রাজশাহী অফিস : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নবগঠিত ৮টি থানার কার্যক্রম আজ ১ মার্চ থেকে শুরু হচ্ছে। এসব থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পদায়ন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

গত ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরএমপি’র ৮টি থানার উদ্বোধন করেন। নতুন থানাগুলো হলো, পবা, কর্নহার, কাশিয়াডাঙ্গা, বেলপুকুর, কাটাখালি, এয়ারপোর্ট, চন্দ্রিমা ও দামকুড়া। আজ বৃহস্পতিবার থেকে থানাগুলোর কার্যক্রম শুরু হবে। আরএমপি’র কমিশনার মো: মাহাবুবর রহমান পিপিএম নতুন ৮টি থানায় অফিসার ইনচার্জ পদায়ন করেছেন। কাটাখালী থানায় পুলিশ পরিদর্শক মেহেদী হাসান রন্টু, মতিহার থানায় পুলিশ পরিদর্শক মো: শাহাদাত হোসেন খান, চন্দ্রিমা থানায় পুলিশ পরিদর্শক মো: হুমায়ুন কবির, পবা থানায় পুলিশ পরিদর্শক এসএম মাসুদ পারভেজ, কাশিয়াডাঙ্গা থানায় পুলিশ পরিদর্শক মো: রবিউল ইসলাম ওসি হিসেবে পদায়ন করা হয়। এছাড়া দামকুড়া থানায় পুলিশ পরিদর্শক মো: আব্দুল লতিফ শাহ্কে ইন্সপেক্টর (তদন্ত), বেলপুকুর থানায় পুলিশ পরিদর্শক মো: কবিরুল ইসলামকে ইন্সপেক্টর (তদন্ত), কর্ণহার থানায় পুলিশ পরিদর্শক মো: ইমাম জাফরকে ইন্সপেক্টর (তদন্ত), এয়ারপোর্ট থানায় পুলিশ পরিদর্শক মো: রাজিবুল ইসলামকে ইন্সপেক্টর (তদন্ত) পদে পদায়ন করা হয়েছে। অফিসার ইনচার্জ পদায়ন না হওয়া পর্যন্ত তারা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন। এ সকল থানায় অফিসার ইনচার্জ এবং ডিউটি অফিসারের পদের বিপরীতে মোবাইল সিম বরাদ্দ দেয়া হয়েছে। এসব নম্বর হলো : চন্দ্রিমা থানার ওসি ০১৭৬৯৬৯২৯১৬ ও ডিউটি অফিসার ০১৭৬৯৬৯২৯১৯, কাশিয়াডাঙ্গা থানার ওসি ০১৭৬৯৬৯২৯২০ ও ডিউটি অফিসার ০১৭৬৯৬৯২৯২৩, পবা থানার ওসি ০১৭৬৯৬৯২৯২৪ ও ডিউটি অফিসার ০১৭৬৯৬৯২৯২৭, দামকুড়া থানার ওসি ০১৭৬৯৬৯২৯২৮ও ডিউটি অফিসার ০১৭৬৯৬৯২৯৩১, কর্ণহার থানার ওসি ০১৭৬৯৬৯২৯৩২ ও ডিউটি অফিসার ০১৭৬৯৬৯২৯৩৫, কাটাখালী থানার ওসি ০১৭৬৯৬৯২৯৩৬ ও ডিউটি অফিসার ০১৭৬৯৬৯২৯৩৯, বেলপুকুর থানার ওসি ০১৭৬৯৬৯২৯৪০ ও ডিউটি অফিসার ০১৭৬৯৬৯২৯৪৩, এয়ারপোর্ট থানার ওসি ০১৭৬৯৬৯২৯৪৪ ও ডিউটি অফিসার ০১৭৬৯৬৯২৯৪৭।

অনলাইন আপডেট

আর্কাইভ