শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

রাজশাহী কিংসের হেড কোচ হচ্ছেন ড্যানিয়েল ভেট্টরি

স্পোর্টস রিপোর্টার : বিপিএলে এবার হেড কোচ হয়ে আসছেন সাবেক নিউজিল্যান্ড তারকা ড্যানিয়েল ভেট্টরি। রাজশাহী কিংসের হয়ে দেখা যাবে কিউই সাবেক অধিনায়ককে। এই প্রথমবারের মতো কোচ হয়ে আসা ভেট্টরি বিপিএলে এই দায়িত্ব পালন করবেন দুই বছর।বর্তমানে আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ হয়ে দায়িত্ব পালন করছেন ভেট্টরি। এছাড়া ব্রিসবেন হিট ও মিডলসেক্স এর মতো বিভিন্ন ঘরোয়া টি- টোয়েন্টি লিগেও একই দায়িত্বে রয়েছেন। রাজশাহী কিংসের প্রধান নির্বাহী তাহমিদ হক জানান, ‘বিশেষজ্ঞ কোচের অভিজ্ঞতা থেকেই ভেট্টরি দলকে সহায়তা করবেন। তবে স্থানীয় ক্রিকেটারদের তার কাছ থেকে শিখতে হবে এবং এই রোমাঞ্চকর ফরম্যাটে এর দক্ষ প্রয়োগ করতে হবে।’ এর আগে রাজশাহীর কোচ ছিলেন সারওয়ার ইমরান। তিনি ২০১৬ ও ২০১৭ সালে দলটির ভার নিয়েছিলেন। রাজশাহী কিংস ২০১৬ সালে রানার্স আপ হলেও গত মৌসুমে হয় দ্বিতীয়। নিউজিল্যান্ডের হয়ে ১১৩  টেস্ট ও ২৯৫ ওয়ানডে খেলা ভেট্টোরি এখন পুরোদস্তুর পেশাদার কোচ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, বিগ ব্যাশ লিগ ও কাউন্টিতে নিয়মিত কোচিং করাচ্ছেন প্রাক্তন বাঁহাতি এ অলরাউন্ডার। এবার প্রথমবারের মতো যুক্ত হচ্ছেন বিপিএলের সঙ্গে। বিপিএলের প্রথম আসরে সবাইকে চমকে দিয়েছিল রাজশাহী কিংস। কোচ সরোয়ার ইমরানের নেতৃত্বে দলটি খেলেছিল ফাইনালে। কিন্তু পরের আসরে সেরা চারে উঠতে পারেনি। অভিজ্ঞ ভেট্টোরিকে এনে ষষ্ঠ আসরে শিরোপার ক্ষুদা মেটাতে চায় রাজশাহী কিংস। ভেট্টোরি প্রধান কোচ হলেও সহকারী হিসেবে সরোয়ার ইমরান কাজ করবেন নাকি তা এখনও নিশ্চিত নয়। ১৯৯৭-এ নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে কম বয়সি ক্রিকেটার হিসেবে ওয়েলিংটনে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক ভেট্টোরির। শুরুতে স্পিনার হিসেবে দলে জায়গা পেলেও পরবর্তীতে অলাউন্ডার হয়ে উঠেন। দশ বছরের ব্যবধানে কিউইদের দায়িত্ব পান ভেট্টোরি। 

পরবর্তীতে হয়ে যান সফল অধিনায়কও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দায়িত্বে ভেট্টোরি। এছাড়া বিগ ব্যাশে ব্রিসবেন হিট এবং কাউন্টিতে মিডলসেক্সের দায়িত্ব পালন করছেন। এবার বিপিএলের চ্যালেঞ্জটা নিচ্ছেন ৩৯ বছর বয়সী ভেট্টোরি।

অনলাইন আপডেট

আর্কাইভ