শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

পিএইচডি লাভ করলেন ইবি উপ-গ্রন্থাগারিক মোস্তফা আবেদ

ইবি সংবাদদাতা : ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির উপ-গ্রন্থাগারিক মোঃ মোস্তফা আবেদ আলী পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। ইসলামী বিশ্ববিদ্যালয় ১১২তম একাডেমিক কাউন্সিল সভার সুপারিশক্রমে ২৩৮তম সিন্ডিকেট সভায় তাকে এ ডিগ্রি প্রদান করা হয়। মোঃ মোস্তফা আবেদ আলী বিশ্ববিদ্যালয় দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধীন প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম নূরী‘র তত্ত্বাবধানে গবেষণা করেন। তার গবেষণা শিরোনাম ছিল লোকাচার ও ইসলাম : পরিপ্রেক্ষিত বাংলাদেশ। এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ২০০৮ সালে এমফিল ডিগ্রি অর্জন করেন। ড. মোঃ মোস্তফা আবেদ আলী খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মরহুম এজাহার আলী শেখ ও মাতার নাম মোছাঃ নূরুন্নেছা বিবি। পিএইচডি লাভ করে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভাগ ও তত্ত্বাবধায়কসহ সকলের প্রতি কৃতজ্ঞ। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।

অনলাইন আপডেট

আর্কাইভ