শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

নেইমারের ইনজুরি নিয়ে পেলের বিতর্কিত মন্তব্য

স্পোর্টস ডেস্ক : ক’দিন আগেই চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদে খেলতে গিয়ে পায়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান পিএসজির এই ব্রাজিলিয়ান তারকা নেইমার। ব্রাজিলের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই মুহূর্তে অস্ত্রোপচারের পরে রিওর কাছে মাঙ্গারাতিবায় তার নিজস্ব রিসোর্টে পুনর্বাসনে রয়েছেন নেইমার।  তবে এরই মাঝে নেইমারকে নিয়ে শীতল লডাই শুরু হয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন ও পিএসজির মধ্যে। যার নেপথ্যে রয়েছে, ফুটবল সম্রাট পেলের একটি মন্তব্য। নেইমারকে নিয়ে বিশ্বকাপে তার নতুন আশা ব্যক্ত করতে গিয়ে পেলে বলেন, ‘নেইমার এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। চোট পেলেও বিশ্বকাপের আগে সুস্থ হয়ে যাবে। ক্লাব ফুটবল থেকে মনোনিবেশ সরিয়ে কখন ব্রাজিলের জন্য নিজেকে তৈরি করতে হবে, তা ও জানে। সে ভাবেই রাশিয়া বিশ্বকাপের জন্য নিজেকে তৈরি করছে নেইমার।  এর পরেই পিএসজির কর্তাদের দাবি, বিশ্বকাপের কথা ভেবেই হয়তো নেইমারের চোট যতটা, তার চেয়ে বেশি করে দেখাচ্ছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশন এর চিকিৎসকরা। ফ্রেঞ্চ সংবাদমাধ্যমে সরাসরি অভিযোগ তোলা হয়েছে, ‘নেইমারের চোট হয়তো বড করে দেখাচ্ছেন ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার। বিশ্বকাপে তরতাজা ও ফিট নেইমারকে পেতেই সম্ভবত এ ভাবে অতিরিক্ত বিশ্রামে রাখা হচ্ছে। দেশটির সংবাদমাধ্যমে আরও বলা হয়েছে, পিএসজির চিকিৎসকরা নেইমারের ডান পায়ের পাতায় কনিষ্ঠার হাড়ে চিঁড ধরার কথা জানিয়েছিলেন। কিন্তু নেইমার ব্রাজিলে যাওয়ার পরেই জানা যায়, ডান পায়ের পাতায় মেটাটারসাল হাড ভেঙেছে।  ফলে তিন মাস মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে। যদিও ব্রাজিল ফুটবল কনফেডারেশন এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেয়নি।

অনলাইন আপডেট

আর্কাইভ