বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

জাতীয় উদ্যান লাউয়া ছড়া

সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের উদ্যোগে গত ১৬ ফেব্রুয়ারী শুক্রবার শ্রীমঙ্গল জাতীয় উদ্যান লাউয়া ছড়া, বধ্যভূমি, টি-গার্ডেনে আনন্দ ভ্রমণ করা হয়। এ সময় ফেডারেশনের নেতৃবৃন্দ লক্ষ্য করেন লাউয়া ছড়া জাতীয় উদ্যানের ভেতরে যাতায়াতের রাস্তাগুলো এখনো পাকাকরণ করা হয় নাই, পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই, একটি জাতীয় উদ্যান হিসেবে আধুনিকতার কোন ছোঁয়া নেই। অথচ জাতীয় উদ্যান হিসেবে এখানে প্রতিদিন দেশ বিদেশের অগণিত পর্যটকরা ভ্রমণে আসেন। এদিকে উদ্যানে প্রবেশের ফি অতিরিক্ত বৃদ্ধি করা হয়েছে। যা সহনীয় পর্যায়ে নিয়ে আসার বিবেচনা করা সময়ের দাবী।
সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান এইচ এম আব্দুর রহমান ও ইউকে শাখার প্রেসিডেন্ট নজমুল আবেদীন খালিক বুলবুল ভ্রমণকালে টি-গার্ডেন প্রাঙ্গণে বিভিন্ন ইভেন্টের খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপরোক্ত সমস্যাগুলো উল্লেখ করে অবিলম্বে জাতীয় উদ্যান লাউয়া ছড়ার উন্নয়ন ও আধুনিকায়নের জোরদাবী জানান। খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সহ ভ্রমণে অংশগ্রহণকারী সকল সদস্যদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ