শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

চলনবিলে সরিষা চাষীদের মুখে হাসি

তাড়াশ : একটি সরিষার ক্ষেত -সংগ্রাম

তাড়াশ সিরাজগঞ্জ থেকে : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সরিষার আবাদের সমারোহে বর্ণিল সাজে সুবাসিত। নয়ন জড়া সবুজে ¯িœগ্ধ পরিবেশ অবিরত স্থান দখল করে আছে। এবার চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশে সরিষার আবাদ কম হলেও বাম্পার ফলন হয়েছে। সঙ্গে বাজারে ভাল দাম পাওয়ায় কৃষকদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। এবার লক্ষ্যমাত্রা ৩৫ থাকলেও চলনবিল এলাকায় ৩০ হাজার হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। গতবার প্রায় ৪০ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ করেন কৃষকেরা। এর মধ্যে শুধুমাত্র তাড়াশ উপজেলায় ৩ হাজার ২শ’ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। এসব জমিতে বাম্পার ফলন হয়েছে। প্রতিবিঘা জমিতে ৫/৬ মণ হারে সরিষা হচ্ছে। বাজারে প্রকার ভেদে প্রতিমণ সরিষা ১৫ থেকে ১৮শ’ টাকায় বিক্রি হচ্ছে। তাড়াশ উপজেলার হামকুড়িয়া গ্রামের কৃষক আলাউদ্দিন ও আঃ মালেক  জানান, এবার তিনি ১২ বিঘা জমিতে সরিষা চাষ করেন। প্রতিবিঘা সরিষা আবাদে খরচ হয়েছে ৪ হাজার টাকার মত। বিঘাপ্রতি ৫/৬ মণ সরিষা ঘরে উঠেছে। দামও এবার একটু ভাল। ফলে বেজায় খুশি তারা। উপজেলার নওগা ইউনিয়নের বিরোইল গ্রামের খোরশেদ আলম জানান, পোকার আক্রমণ না থাকায় এবার সরিষার ফলন ভাল হয়েছে। তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম  জানান, এবার কৃষি অধিদফর থেকে আগাম ব্যবস্থা নেয়ায় পোকার আক্রমণ ঠেকানো গেছে। এতে ফলন ভাল হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ