বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

বিএনপি আবার ক্ষমতায় আসলে ঘরছাড়া হতে হবে -তোফায়েল

স্টাফ রিপোর্টার: সব শক্তি সঞ্চয় করে বিএনপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী  তোফায়েল আহমেদ। আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি যদি আবার ক্ষমতায় আসে, আপনাদের ঘরছাড়া হতে হবে। সাধারণ মানুষের রাতের ঘুম নষ্ট হবে। তাই বিএনপিকে আর ক্ষমতায় আনা যাবে না।
খালেদা জিয়ার জামিনের প্রসঙ্গে বলেন, খালেদা জিয়ার জামিন পাওয়ার বিষয় আদালতের ব্যাপার। এটি আওয়ামী লীগ বা সরকারের কোনো বিষয় নয়। আইনের গতিতেই আদালত সিদ্ধান্ত নেবেন। তবে আগামী নির্বাচন বানচাল করার ক্ষমতা বিএনপির নেই।
গতকাল রোববার ভোলার ভেলুমিয়া ইউনিয়নে আওয়ামী লীগের কয়েক হাজার নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন শেষে চরচন্দ্রপ্রসাদ সরকারি প্রাথমিক স্কুল মাঠের জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম মালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ সি. সম্পাদক জহরুল ইসলাম নকিব, জেলা আওয়ামী লীগ যুগ্মসম্পাদক এনামুল হক আরজু, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক লিটন মাল প্রমুখ।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসবে। আবার আপনারা ঘরছাড়া হবেন। আবার আমাদের বিতাড়িত করবে। তাই শক্তি দিয়ে, সমস্ত শক্তি শঞ্চয় করে আপনারা বিএনপির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন ইনশাআল্লাহ আগামীবার।’
বাণিজ্যমন্ত্রী বলেন, নির্বাচন যথা সময়ে বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই সম্পন্ন হবে। আমরা চাই ওই নির্বাচনে সব দল অংশগ্রহণ করুক।
বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ‘বিএনপি ২০০১ সালে ক্ষমতায় এসে অনেক অত্যাচার করেছে। কোনো উন্নয়ন করেনি। ভোলার যত উন্নয়ন হয়েছে, সব আমার হাতে। এখন ভোলা-বরিশাল ব্রিজের কাজ আল্লাহর রহমতে এ বছরই শুরু হবে। এই ব্রিজ হলে মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই ভোলা থেকে গাড়ি নিয়ে ঢাকা যেতে পারবেন। ভোলায় প্রচুর গ্যাস রয়েছে। এই গ্যাস দিয়ে অনেক শিল্প-কলকারখানা গড়ে উঠবে। ভোলা হবে দেশের মধ্য অন্যতম উন্নত জেলা।’

অনলাইন আপডেট

আর্কাইভ