বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

অডিটের নামে ব্যবসায়ীদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে -এনবিআর চেয়ারম্যান

মাধবদী (নরসিংদী) সংবাদদাতা : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীরা অডিটের নামে ব্যবসায়ীদের কোন প্রকার হয়রানি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে বলেন দেশের উন্নয়নের জন্য সবাইকে স্বতঃফূর্তভাবে রাজস্ব কর দিতে হবে। যাদের কর দেয়ার সামর্থ্য আছে, তারা অবশ্যই কর দেবেন এবং অন্যকে কর দিতে উদ্বুদ্ধ করবেন। এনবিআর এবং ব্যবসায়ীরা একে অপরের পরিপূরক ও সহায়ক শক্তি। দেশের সার্বিক উন্নয়নে আমরা একত্রে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। গত শনিবার দুপুরে মাধবদী এসপি ইনস্টিটিউশন (সতি প্রসন্ন উচ্চ বিদ্যালয়) মাঠে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল-১০ এর আয়োজনে রাজস্ব সংলাপে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি এসব কথা বলেন। তিনি আরো বলেন, রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা ব্যবসায়ীদের হয়রানি করে থাকেন, এটা ব্যবসায়ীরা যেমন জানেন, তেমনি আমরা সিনিয়ররাও জানি। এখন থেকে এমন অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ব্যবসায়ীদের বিভিন্ন অভিযোগ ও দাবি-দাওয়ার পরিপ্রেক্ষিতে উপস্থিত ব্যবসায়ী ও করদাতাদের উদ্দেশে তিনি বলেন, এখন থেকে ব্যবসায়ীদের হয়রানিমূলক কোনো কাজ করবে না এনবিআর। আপনারা যদি ন্যায্য পাওনা পরিশোধ করেন, তবে এতে কোনও প্রকার হয়রানি যাতে না হতে হয় তা আমি দেখবো। বন্ডের সুযোগে অপব্যবহার করে যারা প্রয়োজনের অতিরিক্ত মালপত্র আমদানি করে অবৈধভাবে খোলাবাজারে বিক্রয় করে, তাদের ওপর নজরদারি বাড়ানো হবে। এসব অপরাধ কঠোরভাবে দমন করা হবে। প্যাকেজ ভ্যাটে ছোট ব্যবসায়ীরা লাভবান হন। কিন্তু এটি বড় ব্যবসায়ীদের জন্য চালু করা হলে সরকারের রাজস্ব আদায় ক্ষতিগ্রস্ত হবে। বন্ডের অপব্যবহার সম্পর্কে তিনি বলেন, বন্ডের অপব্যবহার রোধে এখন থেকেই এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের সচেতন করা হবে। এর পাশাপাশি পোর্টে নজরদারি বাড়িয়ে দেয়া হবে। তৈরি পোশাক খাতে সরকার যেসব সুযোগ-সুবিধা দিচ্ছে, সেসবের যাতে অপব্যবহার না হয়, সে ব্যবস্থাও করা হবে। এ সময় তিনি সরকারের উন্নয়নযাত্রায় অংশগ্রহণের জন্য ব্যবসায়ীদের যুক্তিযুক্তভাবে রাজস্ব বাড়িয়ে দেয়ারও আহ্বান জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ