মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
Online Edition

কালো ব্যাজ পরে নামবে বাংলাদেশ দল

স্পোর্টস রিপোর্টার : নিদাহাস ট্রফিতে খেলতে শ্রীলংকায় অবস্থান করছে জাতীয় ক্রিকেট দল। আজ ভারতের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ দল ভারতের বিপক্ষে ম্যাচে কালো ব্যাজ পরে মাঠে নামবে। এমটাই জানিয়েছেন দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। কারণ নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় মর্মাহত ক্রিকেট দল। গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রিয়াদ বলেন, ‘আমরা যখন খবরটা শুনলাম, খুবই মর্মাহত হয়েছি। শুনেছি সেখানে ৩৫ থেকে ৪০ জনের মতো বাংলাদেশি ছিলেন। খুবই মর্মান্তিক। তারা কারও না কারও খুব কাছের মানুষ। খুবই বেদনাদায়ক। তাদের পরিবার ও স্বজনকে সমবেদনা জানাই। সৃষ্টিকর্তা যেন তাঁর পরিবার পরিজনের এই শোক বহন করার ক্ষমতা দেন, এ দোয়া করি।’ এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় প্রতিটি ক্রিকেটার আকস্মিক দুর্ঘটনায় নিজেদের শোক ও সহমর্মিতা প্রকাশ করেছেন। নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের ইউএস বাংলা বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান ও সাবেক দলপতি মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফাইড অ্যাকাউন্টে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করে স্ট্যাটাস দিয়েছেন সাকিব ও মুশফিক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফাইড অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে সাকিব লিখেছেন, ‘খবরটি জানতে পেরে ভীষণ মর্মাহত। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের উদ্দেশ্যে জানাই আমার আর শিশিরের পক্ষ থেকে গভীর সমবেদনা। আহত সবার দ্রুত সুস্থতা কামনা করি এবং মহান সৃষ্টিকর্তা যেন বিপর্যয় কাটিয়ে উঠতে তাদের পরিবারের সদস্যদের সাহস যোগায়, সেই প্রার্থনা করছি।’ আঙ্গুলের ইনজুরির কারণে শ্রীলংকায় সফররত বাংলাদেশ দলের সাথে নিদাহাস ট্রফিতে অংশ নেননি সাকিব। সাকিবের মত নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন মুশফিকুর রহিমও। তিনি লিখেছেন, ‘আপনারা সবাই এই মানুষগুলোর জন্য দোয়া করুন।’ গত সোমবার ঢাকা থেকে ৭১ আরোহী নিয়ে নেপালের কাঠমান্ডুগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানটি কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে বিধ্বস্ত হয়। এতে এ পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ