শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

আমিরাতে ম্যারাডোনার সাথে বাংলাদেশে ফুটবল দল

স্পোর্টস ডেস্ক : আগামী বছর স্পেশাল অলিম্পিক গেমস হবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। গেমসের আয়োজকদের আমন্ত্রণে বাংলাদেশ সহ ৩০টি দেশের খেলোয়াড়রা এখন মধ্যপ্রাচ্যের দেশটিতে। গত মঙ্গলবার আমিরাতের ফুজাইরায় বাংলাদেশের ফুটবলারদের অনুশীলনে হঠাৎ এসে উপস্থিত ডিয়েগো ম্যারাডোনা! ম্যারাডোনাকে কাছে পেয়ে সবাই একেবারে বিস্মিত ।আমিরাতের প্রথম বিভাগের দল আল ফুজাইরা ক্লাবের কোচের দায়িত্ব পালন করছেন ম্যারাডোনা। বাংলাদেশ স্পেশাল অলিম্পিক ফুটবল দলের সদস্যদের সঙ্গে ১০ মিনিট সময় কাটিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক, সবার সঙ্গে হাত মিলিয়েছেন।  

স্পেশাল অলিম্পিক দলে বুদ্ধিপ্রতিবন্ধী ছাড়াও স্বাভাবিক খেলোয়াড়রা আছেন। দলের অন্যতম সদস্য আরামবাগের তরুণ ফরোয়ার্ড মাহবুব রহমান জুয়েল বলেন, ‘কী বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না! ফুটবলের জীবন্ত কিংবদন্তির সঙ্গে দেখা হয়েছে। কখনও চিন্তাও করতে পারিনি তার সঙ্গে দেখা হবে। দিনটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। তার সঙ্গে আমরা কথা বলেছি।  ফুটবল নিয়েই তিনি কথা বলেছেন। তাকে কাছে পেয়ে আমরা অভিভূত।’

স্পেশাল অলিম্পিক দলের চিকিৎসক হাফিজুর রহমান  বলেন, ‘আমিরাতের  সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ফুজাইরায় নিয়ে আসা হয়েছে আমাদের। এখানে আসার পর থেকেই আয়োজকরা বলছিল, আমাদের জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে। ফুজাইরা ফুটবল ক্লাবে অনুশীলনের সময় এত বড় সারপ্রাইজ পাবো, চিন্তাই করতে পারিনি।’

ফুটবলের জীবন্ত কিংবদন্তির সঙ্গে সাক্ষাতের সময়টা কীভাবেকেটে গেছে, বুঝতেই পারছেন না ডাক্তার হাফিজুর, ‘ম্যারাডোনার মতো ফুটবল মহাতারকার দেখা পেয়ে ছেলেরা বিস্ময়ে হতবাক। তিনি সবার সঙ্গে হাত মিলিয়েছেন, ছবি তুলেছেন, শুভকামনা জানিয়েছেন। অনেকের  বিস্ময়ের ঘোরই কাটছে না। কীভাবে যে ১০টা মিনিট কেটে গেলো!’

স্পেশাল অলিম্পিক বাংলাদেশের জাতীয় পরিচালক ফারুকুল ইসলাম বলেন, ‘আবুধাবিতে আগামী বছরের মার্চে স্পেশাল অলিম্পিক গেমস  হবে। এখন ৩০টি দেশের খেলোয়াড়দের নিয়ে মহড়া হচ্ছে।  আমাদের দেশও অংশ নিচ্ছে মহড়ায়। ফুটবল দল গেছে, যে কারণে ম্যারাডোনার সঙ্গে দেখা করতে পেরেছে। এটা আমাদের জন্য অনেক বড় অর্জন।’

অনলাইন আপডেট

আর্কাইভ