শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

চট্টগ্রামে ফুটপাথ থেকে অবৈধ দোকান উচেছদ

চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার এর নেতৃত্বে গত ১২ মার্চ সকালে চট্টগ্রাম মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে কোতোয়ালী থানাধীন লালদিঘী পাড় ও নিউমার্কেট এলাকায় ষ্টেশন রোডের ফুটপাত অবৈধভাবে দখল করে ভাসমান দোকান পাটের মালামাল স্তুপ করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে দোকানের মালামাল অপসারণ করে ফুটপাত ও রাস্তা উন্মুক্ত করে দেয়া হয়। এ সময় বক্সির বিটের বাটা ষ্টোরকে ৫ হাজার টাকা, রেড চিকেন বিরানী হাউসকে ৫ হাজার টাকা, নূরে মদিনা সেলিম ষ্টোরকে ২ হাজার টাকা, ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা করার দায়ে রিয়াদ ফ্যাশনকে ২ হাজার টাকা, চয়েস ভিউকে ২ হাজার টাকা, মিলন ষ্টোরকে ২ হাজার টাকা ও মেসার্স হাসান ষ্টোরকে ২ হাজার টাকাসহ সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মহানগর পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ