শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মহিলা এককে চ্যাম্পিয়ন ওসাকা

 

স্পোর্টস ডেস্ক : এবারের ইন্ডিয়ান ওয়েলস মহিলা এককের ফাইনালে ছিল তারুন্যের লড়াই। ক্যালিফোর্নিয়ায় ফাইনালে মুখোমুখি হন ২০ বছর বয়সী দুই খেলোয়াড় নাওমি ওসাকা ও দারিও কাসাতকিনা। আর ম্যাচ হাসিমুখ জাপানি তারকা ওসাকার। ক্যারিয়ারে প্রথমবার ডাব্লিউটিএ শিরোপার স্বাদ নিলেন নাওমি ওসাকা। সোমবার ইন্ডিয়ান ওয়েলস আসরে মহিলা এককের ফাইনালে রাশিয়ার দারিয়া কাসাতকিনার বিপক্ষে ৬-৩ ও ৬-২ গেমের দাপুটে জয় পান জাপানি এ তারকা। ফাইনালে ওসাকা সময় নেন মাত্রই ৭০ মিনিট। আসরের সেমিফাইনালে ওসাকা বিশ্বের এক নম্বর খেলোয়াড় রুমানিয়ার সিমোনা হালেপের বিপক্ষে মাত্র ৬৩ মিনিটের লড়াই শেষে ৬-৩ ও ৬-০ গেমে জয় পান। টানা ৯ গেমে জয় নিয়ে ফাইনালে পৌঁছেন ওসাকা। আসরের ফাইনালের পথে নাওমি ওসাকা হারান মারিয়া শারাপোভা, আগনিয়েস্ক রাদওয়ানস্কা, ক্রারোলিন প্লিসকোভা ও সিমোনা হালেপের মতো শীর্ষ খেলোয়াড়দের। আর পুরো আসরে ওসাকা খোয়ান মাত্রই এক সেট।

অনলাইন আপডেট

আর্কাইভ