শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ রুহুল আমিনের পি.এইচ.ডি ডিগ্রি লাভ

সাঁথিয়া সংবাদদাতা : ইসলামী বিশ্ববিদ্যালয় থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে মুহাম্মদ রুহুল আমিন পিএইচ.ডি ডিগ্রি লাভ করেছেন। তার গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন উক্ত বিভাগের প্রফেসর ড. মোঃ জাকির হুসাইন। ২০১০-২০১১ শিক্ষা বর্ষে রুহুল আমিনের পিএইচ.ডি গবেষণার বিষয় ছিল “ জঙ্গিবাদ সম্পর্কে প্রচলিত ধারণা : পরিপ্রেক্ষিত ইসলাম।” রুহুল আমিন একই বিশ্ববিদ্যালয় থেকে ২০০৯ সালে এম.ফিল ডিগ্রি লাভ করেন। তিনি বর্তমানে সাঁথিয়া ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত আছেন। তিনি পাবনা জেলার সাঁথিয়া উপজেলাধীন চকন্দনপুর গ্রামের মাওলানা আবুল হোসেন ও শরিফুনেছার তৃতীয় পুত্র। তিনি  সকলের দোয়া প্রার্থী।

অনলাইন আপডেট

আর্কাইভ