শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

আমিরাতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার : আগামী বছর আবুধাবিতে হবে স্পেশাল অলিম্পিক গেমস। তারই প্রস্তুতি হিসেবে সেখানে বসেছিল মেনা গেমসের আসর। বাংলাদেশ অবশ্য এই প্রতিযোগিতায় শুধু ফুটবলে অংশ নেয়। কয়েক দিন আগে বাংলাদেশের অনুশীলনে হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছিলেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ম্যারাডোনা। সেই প্রেরণা সঙ্গে নিয়ে ফুটবলের আপার ডিভিশনে স্বাগতিক আমিরাতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে লাল-সবুজের দল। স্পেশাল অলিম্পিক হলেও প্রত্যেক দল ৮ জন বুদ্ধিপ্রতিবন্ধীর পাশাপাশি ৭ জন স্বাভাবিক ফুটবলার রাখতে পেরেছে এই প্রতিযোগিতায়। গ্রুপ পর্বে আমিরাতের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর মিশরকে ২-১ ও লেবাননকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ফাইনালে স্বাগতিকদের বিরুদ্ধে জয়সূচক গোলটি কছেন আরামবাগের ফরোয়ার্ড মাহবুবুর রহমান জুয়েল। বাংলাদেশের জয়ে অবদান রাখতে পেরে তিনি উচ্ছ্বসিত, ‘আমার গোলে দল জিতেছে, তাই আমি খুব খুশি। আমরা একটি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছি বলে খুব ভালো লাগছে।’

স্পেশাল অলিম্পিক বাংলাদেশের জাতীয় পরিচালক ফারুকুল ইসলাম এই সাফল্যে আনন্দিত। তিনি বললেন, ‘আমরা ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকে ফুটবলে রানার্সআপ হয়েছিলাম। এবার আমাদের আপার ডিভিশনে রাখা হয়েছিল, যেখানে শক্তিশালী প্রতিপক্ষ ছিল। তারপরও ছেলেরা ভালো খেলে চ্যাম্পিয়ন হয়েছে। ম্যারাডোনার সঙ্গে দেখা হওয়ার পর শিরোপা জয়, এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে!’

অনলাইন আপডেট

আর্কাইভ