শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

পিআইবি’র আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় দু’দিনব্যাপী ডিজিটাল বাংলাদেশ বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের উদ্যোগে সাংবাদিকদের জন্য দু’দিনব্যাপী ডিজিটাল বাংলাদেশ বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালা গত বৃহষ্পতিবার শুরু হয়। সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে প্রেসক্লাব ক্লাব সভাপতি খ.আ.ম রশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান, এটুআই প্রশিক্ষক মাহমুদুল ইসলাম স্মরন, প্রযুক্তি বিষয়ক সাংবাদিক এমদাদুল হক তুহিন। প্রশিক্ষনে প্রিন্ট ও ইলেকট্্রনিক মিডিয়ার ২৮জন সাংবাদিক অংশ নেয়।
আজ শুক্রবার সমাপনী দিনে পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীর প্রধান অতিথি থেকে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ-বিতরন করবেন।

অনলাইন আপডেট

আর্কাইভ