শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

আইসিসির সমালোচনায় আয়ারল্যান্ড দলপতি

 

স্পোর্টস ডেস্ক : ২০১৯ বিশ্বকাপে নেই আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড নিজেদের দুর্ভাগা ভাবতেই পারেন। টেস্ট মর্যাদা পেয়েও যদি ওয়ানডে বিশ্বকাপে তাঁর দেশ খেলতে না পারে, তাহলে সেটি দুর্ভাগ্য ছাড়া আর কী! নিজেকে দুর্ভাগা ভাবার সঙ্গে সঙ্গে তিনি প্রচন্ড ক্ষুব্ধ আইসিসির সিদ্ধান্তেই। সারা দুনিয়ার অন্য সব খেলায় যেখানে বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ছে, সেখানে আইসিসি কিনা ক্রিকেট বিশ্বকাপে সেটা কমিয়ে দিল! ২০১৫ বিশ্বকাপে দুর্দান্ত ক্রিকেট খেলা আয়ারল্যান্ড ২০১৯ বিশ্বকাপে খেলতে পারছে না ‘বাছাইপর্ব’ নামের গ্যাঁড়াকলে পড়ে। কেবল আয়ারল্যান্ডই নয়, এই দুর্ভাগ্য মেনে নিতে হচ্ছে ১৯৯২ সালে টেস্ট মর্যাদা পাওয়া জিম্বাবুয়েকেও। গত শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে ‘ডু অর ডাই’ ম্যাচে ৫ উইকেটে হেরেছে আয়ারল্যান্ড। কালকের ম্যাচটা জিতলেই আয়ারল্যান্ড নিশ্চিত করে ফেলত বিশ্বকাপ। সে ক্ষেত্রে বাদ পড়ত আফগানিস্তান।

 

অনলাইন আপডেট

আর্কাইভ