শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

দেওয়ানগঞ্জে গৃহবধূকে গলা কেটে হত্যা

জামালপুর সংবাদদাতা : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় হালিমা বেগম (৩২) নামের এক গৃহবধূ খুন হয়েছে। ধারনা করা হচ্ছে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। জানা যায়, উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের চরখারচর গ্রামে ২৯ মার্চ ভোর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, হাতিভাঙ্গা ইউনিয়নের চরখারচর গ্রামের কাঠমিস্ত্রি আব্দুল সালাম ও তার স্ত্রী হালিমা বেগমের সাথে কয়েক মাস ধরে পারবারিক কলহ চলে আসছিল। নবম শ্রেণীতে পড়–য়া ছাত্র তাদের ছেলে মো. সুমন রাতে বাড়িতে ছিলনা। মো. সুমন বৃহস্পতিবার সকালে বাড়ি এসে দেখতে পায় জবাই করা অবস্থায় তার মা বিছানায় পড়ে রয়েছে। এ অবস্থায় সুমন চিৎকার শুরু করে। এসময় প্রতিবেশীরা ছুটে এসে এ অবস্থা দেখতে পেয়ে স্থানীয় তাড়াটিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেয়। ফাঁড়ির উপপরিদর্শক ফরহাদ রেজা ওই বাড়িতে গিয়ে একটি রক্তমাখা ধারালো ছুরি জব্দ করেছে। পরে লাশের সুরতহাল করে নিহত হালিমা বেগমের লাশ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এদিকে হত্যাকন্ডের ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী কাঠ মিস্ত্রি আব্দুস সালাম পলাতক রয়েছে। এ ব্যাপারে দেওয়ানগঞ্জ থানার ওসি একে এম আমিনুল হক ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন নিহতের স্বামী আব্দুস সালামকে খোঁজে পাওয়া যাচ্ছনা। তাকে আটক করে। জিজ্ঞাসাবাদ করলে হত্যাকান্ডের বিষয় জানা যাবে। তাকে গেগ্রফতারের চেষ্টা চলছে বলে জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ