বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

খাগড়াছড়িতে মহালছড়ির বর যাত্রীবাহী গাড়ি উল্টে আহত-১৮

আব্দুল্লাহ আল-মামুন, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার রামগড়ের দুর্গম পাহাড়ি এলাকা লাচারিপাড়ায় বর যাত্রীবাহি চাঁদের গাড়ি উল্টে  ১৮জন আহত হয়েছেন। এদের অধিকাংশই মহিলা।
সম্প্রতি এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, খাগড়াছড়ির  মহালছড়ি থেকে  আসা বরযাত্রীবাহি একটি চাঁদেরগাড়ি  রামগড়ের  প্রত্যন্ত পাহাড়ি এলাকা লাচারিপাড়া বৌদ্ধ বিহার সংলগ্নে  উঁচু রাস্তা উঠার সময় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় গাড়িটি উল্টে রাস্তর পাশে খাদে পড়ে যায়। এতে ১৮ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার  খবর পেয়ে গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিজয় মজুমদার  জানান,  আহত ১৮ জনকে হাসপাতালে  ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত মংসাথোয়াই মারমা (৫৫)কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে  পাঠানো হয়। আহত ১৮ জনের মধ্যে বেশীর ভাগই মহিলা।
রামগড় থানার অফিসার ইনচার্জ তারেক মো. হান্নান জানান, দুর্ঘটনার  খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনা কবলিত গাড়িটি  গভীর খাদ থেকে উদ্ধারের চেষ্টা চলছে।

অনলাইন আপডেট

আর্কাইভ