শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ভারতে আন্তর্জাতিক সেমিনারে ইবির চার শিক্ষক

ইবি সংবাদদাতা: ভারতে অনুষ্ঠিত ‘ভাষা ও সাহিত্যের মাধ্যমে বিশ্ব শান্তি ও টেকসই উন্নয়ন’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চার জন শিক্ষক অংশগ্রহন করেছেন। গত ২৭ ও ২৮ মার্চ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর সবুজ কলি সেন। 

সেমিনারে অংশগ্রহন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ নাছির উদ্দিন মিঝি, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্লাহ, আল-হাদীস এন্ড ইসলামি স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম। সেমনারে বিশ্বের ১০টির অধিক দেশের বক্তারা ৮৩টি শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন। 

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারী বক্তারা বিভিন্ন সেশনে সভাপতি, কো-সভাপতি, সমাপ্তি অধিবেশনে সমাপনী বক্তব্যসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

 

অনলাইন আপডেট

আর্কাইভ