ইটভাটা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ উদ্ধার হল ১০লাখ টাকার জমি
নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা: সম্প্রতি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট মোঃ মশিউর রহমান ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করে চকদলু এলাকায় লিয়াকত আলীর এম এম বি ইটভাটায় অভিযান পরিচালনা করে ।
এ সময় জ্বালানী হিসাবে কাঠ পোড়ার অপরাধে সেলো মেশিন ভাটায় থাকা স্থাপনা ভাংচুর করে । নবাবগঞ্জ সদর বিট কর্মকর্তা নিশিকান্ত মালাকার জানান এলাকার প্রভাবশালী লিয়াকত আলী বন বিভাগের আইন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ১০বিঘা জমি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে নিয়ে ইটভাটা বাড়ি ও গোডাউন স্থাপন করেছে। এ বিষয়ে বন আইনে মামলা রয়েছে।
এছাড়াও হরিপুর এলাকায় খাইরুল ইসলামের ড্রাম চালিত একটি ইটভাটায় অভিযান পরিচালনা করে ড্রাম চিমনিটি ভেঙ্গে ফেলা হয়। এছাড়াও সংরক্ষিত বনের জমিতে হরিপুর বাজারে এলাকার কিছু লোক জমি দখল করে আর সিসি পিলার দিয়ে ব্যাবসা প্রতিষ্ঠানের ঘর নির্মাণ করছিল ।
সেখানে অভিযান পরিচালনা করে নির্মিত অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত। দিনাজপুর সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান জানান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করায় বনের ১০ লাখ টাকার জমি উদ্ধার হয়েছে।
বিরামপুর ফরেষ্ট রেঞ্জ এর কর্মকর্তা গাজী মনিরুজ্জামান জানান পর্যায়ক্রমে বনের বেদখল হওয়া জমি উদ্ধার করা হবে।