শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

জয়পুরহাট সুগার মিলস্-এর খামার দিবস

জয়পুরহাট সংবাদদাতা: বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন বলেছেন, চিনি শিল্প রক্ষায় সরকার আন্তরিক এজন্য আখের মূল্য বৃদ্ধি করেছে কিন্তু এ শিল্প রক্ষায় আখ চাষীদের বেশি বেশি আখ রোপন এবং আখের ফলন বৃদ্ধিতে চাষীদেরকে অধিক যতœবান হতে হবে। 

সঠিক সময়ে আখের পরিচর্যা ও সময়মত আখের পোকামাকড় দমন এবং পরিমাণমত সার প্রয়োগ করতে হবে। 

তিনি শুক্রবার জয়পুরহাট সুগার মিলস্ লি. কৃষি বিভাগ কর্তৃক আয়োজিত খামার দিবস-২০১৮ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

মিলের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেনÑ বিএসএফআইসি’র পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) এ বি এম আরশাদ হোসেন, বিএসএফআইসি’র সচিব হারেছ আলী, বিএসএফআইসি’র প্রধান সিপিই আখতার হোসেন। মিলের ডিজিএম (সিপি) আব্দুল সালাম ফকিরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহাব্যবস্থাপক (কৃষি) মজিবুর রহমান, আখ চাষীর কল্যাণ সমিতির আহ্বায়ক কে এম লায়েক আলী, মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার, সাধারণ সম্পাদক আহসান হাবীব রুমেল, বিশিষ্ট আখ চাষী আতাউর রহমান, প্রভাস চন্দ্র মহন্ত, হাবিবুল ইসলাম রায়হান, গোলাম মাহমুদ প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ