বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

লালমনিরহাটে মাদক ব্যবসা যুবসমাজ ধ্বংসের পথে

সংবাদদাতা সংবাদদাতা: লালমনিরহাটের বটতলা কুয়াটারী এলাকায় মাদকের জমজমাট ব্যবসা চলছে। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার কুয়াটারী বটতলা এলাকার মাদক ব্যবসায়ী হানিফ, শাহানাজ, বাবু শিকদার ও সালেহা বেওয়া তার নিজ বাড়ীতেই গড়ে তুলেছে, মাদকের জমজমাট ব্যবসা। প্রতিদিন বিকেল হলেই, হিরোইন, ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজা বিক্রি হিরিক লাগে। খোঁজ নিয়ে জানা যায়, লালমনিরহাট শহরের স্কুল, কলেজ পড়–য়া যুবক ও কতিপয় রাজনৈতিক পাতি নেতা ঐ সমস্ত মাদকদ্রব্য সেবন করে আসছেন। একই পরিবারের ঐ ৪জন মাদক ব্যবসায়ী, তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে, দেশের বিভিন্ন অঞ্চলে পুলিশের নজর ফাঁকি দিয়ে অভিনব কৌশলে মাদকদ্রব্য পাচার করছে।  বেশ কিছুদিন ধরে মাদকের ব্যবসা চালানোর ঘটনায় এলাকার যুব-সমাজ ধ্বংশের দিকে ধাবিত হচ্ছে। এর প্রতিকার চেয়ে এলাকাবাসীর পক্ষে ‘জলিল মিয়া’ নামের এক ব্যবসায়ী লালমনিরহাট পুলিশ সুপার সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছে। যার অনুলিপি: লালমনিরহাটের কর্মরত সাংবাদিকদের হাতে সরবরাহ করা হলে, তা অনুসন্ধান চালিয়ে এর সত্যতা পাওয়া গেছে। বিভিন্ন সূত্রে জানা যায়, বিকেল হলেই লালমনিরহাট সদর উপজেলার সাকোয়ার বাজার, দুরাকুটি, মোগলহাট ও  আদিতমারী ভেলাবাড়ী এলাকায় ভ্রাম্যমান মাদক ব্যবসা বসে। ঐ মাদক ব্যবসায়ীরা এতটাই দূর্দান্ত যে, পুলিশের উপস্থিতি টের পেলেই পালিয়ে যায়। এরা দুরাকুটি ও ভেলাবাড়ী রাস্তার পাশে ঝোপ, ঝাড় ও ধান ক্ষেতের পাশে অবস্থান নিয়ে চোরা গোপ্তা কৌশলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত শহরের মাদক সেবিরা বিভিন্ন পথে ঐ সব জায়গায় গিয়ে, মাদক সেবন করছে মর্মে জানা যায়। পুলিশের এক কর্মকর্তা জানান, মাদক নির্মুলে পুলিশিং বিশেষ অভিযান অব্যাহত  রয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ