শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

মাওলানা মাহবুবুর রহমান নিজামী রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন

 

চট্টগ্রামের মেহেদীবাগস্থ সিডিএ জামে মসজিদের পেশ্ ইমাম জনাব মাওলানা মাহ্বুবুর রহ্মান নিজামী কর্তৃক বাংলা ভাষায় সংকলিত “যাঁদের ত্যাগে এ (হেদায়াত) ইলম্ পেলাম” গ্রন্থটির ১ম ও ২য় খন্ডের প্রকাশনা উৎসব গত ৩১ মার্চ শনিবার বিকাল ৩টায় চট্টগ্রাম মুসলিম হলে অনুষ্ঠিত হয়। ৮৫৬ পৃষ্ঠার এ গ্রন্থে তিনি ভারত বাংলাদেশ ও পাকিস্থানের ১০৯ জন শীর্ষ স্থানীয় বিজ্ঞ আলেম, স্কলার ও পীর মাশায়েখের জীবন ও কর্ম প্রয়াস সন্নিবেশিত করেছেন। এটা ১ম ও ২য় খ-। এ মহৎ কাজ করার জন্য আমরা তাঁকে আন্তরিক অভিনন্দন জানাই। অনুষ্ঠান শুভ উদ্ভোধন করেন- আওলাদে রাসূল (সঃ) হযরতুল আল্লামা সাইয়িদ আনওয়ার হোসাইন তাহির জাবেরী আল মাদানী (ম:জি:আ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- লোহাগাড়া পদুয়া জামিয়াতুল আনোয়ার হেমায়তুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক- মাওলানা সরওয়ার কামাল আজিজী, বিশেষ অতিথি ছিলেন- শাহ নাছির উদ্দিন চাটগামী, অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন চট্টগ্রাম ওমর গণি এম.ই.এস কলেজের সম্মানিত অধ্যাপক ড. আ.ফ.ম. খালিদ হোসাইন। তিনি বলেন- আমি এটিকে ইতিহাসের অনবদ্য দলিল এবং সংগ্রহে রাখার মত অনন্য গ্রন্থ হিসেবে মূল্যায়ন করি। লেখক মাওলানা মাহবুবুর রহমান নিজামীর গ্রন্থ’দুটি আমি আদ্যোপ্রান্ত মনযোগ সহকারে পড়েছি। লেখক অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে তার অবিষ্ট বিষয় বিশ্লেষণে মনযোগী হয়েছেন এবং নিজ মেধা-মনন অনুযায়ী অভিসন্দর্ভের কাঠামো নির্মাণ করেছেন। আলোচনার ধারাবাহিকতায় লেখকের তথ্য, তত্ত্ব ও যুক্তিনির্ভর উপস্থাপনা প্রাসঙ্গিক বলে প্রতিয়মান হয়েছে। আলোচনায় অংশ নেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আ. ক.ম. আবদুল কাদের, অধ্যাপক ড. মাওলানা নেজামুদ্দিন, ড. গিয়াস উদ্দীন তালুকদার, চট্টগ্রাম দারুল উলুম আলীয়া মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মাওলানা মাহবুবুল আলম ছিদ্দীকী, মুহাদ্দিস মাওলানা শাহ্জাদা মনিরুল মান্নান আল মাদানী, হযরত মাওলানা শাহ ছফি উল্লাহ- পীর ছাহেব বাঁশখালী, মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ ফোরকান, ফয়েজলেক লেক ভিউ জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, শিল্পপতি, ইসলামী চিন্তাবিদ আল্লামা নুরুল আমিন মাহদী, কুরআনের আলো ফাউন্ডেশন ঢাকা এর চেয়ারম্যান বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা হাফেজ আবু ইউসুফ প্রমুখ। অনুষ্ঠানে নাতে রাসূল (সঃ) পরিবেশন করেন- শিল্পী মুহাম্মদ এহছানুল হক মিলন এবং অনুষ্ঠান সঞ্চালন করেন- আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর প্রফেসর জনাব মুহাম্মদ এমদাদ হোসাইন। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ