ঢাকা, শনিবার 20 April 2024, ০৭ বৈশাখ ১৪৩০, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

বার্সেলোনার অবিশ্বাস্য বিদায় !!! প্রথমবার সেমিতে রোমা!

সংগ্রাম অনলাইন ডেস্ক:

ইউরোপা সেরা হওয়ার লড়াই-চ্যাম্পিয়ন্স লিগে দূর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনাকে অবিশ্বাস্যভাবে বিদায় করে প্রথমবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করেছে রোমা।

ইতালিয়ান ক্লাবটিকে দারুণ এক জয় এনে দিয়েছেন এদিন জেকো, ড্যানিয়েল ডি রস্সি এবং কনস্টানটিনোস মানোলাস।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ন্যু ক্যাম্পে ৪-১ গোলে জেতা বার্সেলোনাকে দ্বিতীয় লেগে ৩-০ গোলে হারিয়েছে রোমা। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ৪-৪ হলেও অ্যাওয়ে গোলের সুবাধে শেষ চারে পৌঁছে যায় ইতালিয়ান ক্লাব।

মঙ্গলবার রাতে ঘরের মাঠ স্টাডিও অলিম্পিকোতে জায়ান্ট বার্সেলোনার বিপক্ষে কঠিন সমীকরণ সামনে রেখে খেলতে নামে রোমা।

খেলার শুরুতেই স্বাগতিকদের লিড উপহার দেন এদিক জেকো। এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের বার্সার বিপক্ষে তিন ম্যাচে তিন গোল করলেন বসনিয়ার ফরোয়ার্ড।

এরপর প্রথমার্ধে গোলের বেশ কয়েকটি সুযোগ মিস করে স্বাগতিকরা।

অন্যদিকে রোমার রক্ষণ ভেঙ্গে গোল করতে ব্যর্থ হয় মেসি-সুয়ারেজরা। পুরো ম্যাচ জুড়েই ফুটবল জাদুকর মেসিকে আটকে রাখে রোমার ফুটবলাররা।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে স্বাগতিকরা। ৫৮তম মিনিটে পেনাল্টি থেকে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ড্যানিয়েল ডি রস্সি।

৮২তম মিনিটে হেডে গোল করে ব্যবধান ৩-০ করেন কনস্টানটিনোস মানোলাস।

দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ৪-৪ হলেও প্রথম লেগে এদিন জেকোর অ্যাওয়ে গোলের সুবাদে ইতিহাস গড়ে রোমা। প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ওঠার স্বপ্ন সত্যি করে ইতালিয়ান ক্লাবটি।

অন্যদিকে পুরো মৌসুম জুড়ে দারুণ ফর্মে থাকা বার্সেলোনা ইউরোপ সেরার লড়াই থেকে ছিটকে পড়ে।

অনলাইন আপডেট

আর্কাইভ