শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

মাধবদীতে ধর্ষণের পর হত্যা মামলার আসামী সহ ২ জন গ্রেপ্তার

মাধবদী (নরসিংদী) সংবাদদাতা: পরকিয়া প্রেমের ছলনায় ধর্ষণের পর হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয়ার অপরাধে সালাম (৩২) কে মাধবদী থানা পুলিশ গ্রেপ্তার করেছে গত ৮ এপ্রিল গভীর রাতে মাধবদীর গরুর হাটের মোড় থেকে। অপরদিকে একই দিন সন্ধায় বাবুল(২৬) ও আলম (২৪) নামের দু’ছিনতাইকারীকে সাড়ে ৮ ভরি ওজনের স্বণালংকার, ১টি মোটর সাইকেল, ৪টি মোবাইল ফোন সেট ও ১টি অত্যাধুনিক ছোড়া সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। পুলিশ সুত্রে জানাগেছে, দিনাজপুর জেলার বীরগঞ্জ এলাকার মোস্তফা কামালের স্ত্রী নিহত রাজিয়া ও ধর্ষক সালাম একই শিল্প কারখানায় কাজ করার সুবাধে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ঘটনার দিন গত ২০ মার্চ মঙ্গলবার কর্মস্থল থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে রাতের কোন এক সময় প্রেমের ছলনায় মাধবদীর মদনগঞ্জ রেল লাইনের পাশে খনমর্দ্দির দড়গা বাড়ি এলাকার পাশে একটি নির্মাণাধীন নির্ঝন মিলের ভেতর নিয়ে উপর্যুপরী ধর্ষণ করে বিবস্ত্র অবস্থায় শ্বাসরোদ্ধ করে গলায় ফাঁস লাগিয়ে নির্মাণাধীন বিল্ডিংয়ের পিলারের সাথে বিবস্ত্র অবস্থায় ঝুলিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ধর্ষক সালাম। পরে পুলিশ রাজিয়ার মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত করিয়ে আসামীকে খুজে বেড়াতে থাকলে গত রোববার রাতে মাধবদী গরুহাটের পাশে থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এবং তাকে থানায় এনে জিজ্ঞাসাবাধে সালাম ঘটনার স্বীকারোক্তি প্রদান করেন। অপরদিকে একই দিন বিকেলে মাধবদী থানা পুলিশ পাইকারচর ইউনিয়নের বালাপুর সড়কে মোবাইল কোর্ট বসালে ঢাকা মেট্রো-ল-২০-০৪৭৮ নাম্বারের একটি মোটরসাইকেলকে সন্দেহ হলে পুলিশ তাদের মোটরসাইকেলের গতিরোধ করলে দু’ছিনতাইকারী পাইকারচর ইউনিয়নের বালাপুর গ্রামের রেনু মিয়ার ছেলে বাবুল(২৬) ও আড়াইহাজার থানার নৈকাহন গ্রামের আবুল তালেব মোল্লার ছেলে আলম(২৪) মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেস্টা করলে পুলিশ তাদের পিছু ধাওয়া করে আটক করে এসময় পুলিশ তাদের দেহ তল্লাশী করে সাড়ে ৮ ভড়ি ওজনের স্বর্ণালংকার, ৪টি মোবাইল ফোন সেট ও ১টি অত্যাধুনিক ছোড়া সহ ১টি মোটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানা পুলিশ জানায় ছিনতাইকারী বাবুলের বিরুদ্ধে মাধবদী ও নরসিংদী থানায় আরো ৪ টি ডাকাতি মামলাও রয়েছে। মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াছ জানান এ ব্যাপারে মাধবদী থানা পুলিশ বাদী হয়ে দু’জনকে আসামী করে ডাকাতি ও ছিনতাই মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

অনলাইন আপডেট

আর্কাইভ