বুড়িগঙ্গায় যুবকের হাত-পা বাঁধা বস্তাবন্দি লাশ

সংগ্রাম অনলাইন ডেস্ক:
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বুড়িগঙ্গা নদী থেকে এক যুবকের হাত-পা বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর।
তার পরনে শার্ট ও কালো প্যান্ট ছিল। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই বিজন কুমার দাস জানান, রবিবার রাতে রাজধানীর কামরাঙ্গীচরের সামনের বুড়িগঙ্গায় একটি বস্তা ভাসতে দেখে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
বস্তাটি উদ্ধার করার পর হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ দেখতে পাওয়া যায়।
লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসআই বিজন বলেন, এ ঘটনায় সোমবার সকালে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
সূত্র:ইউএনবি