রাসেল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন
খাগড়াছড়ি সংবাদদাতা: খাগড়াছড়িতে ছাত্রলীগ কর্মী মো. রাসেল হত্যাকান্ডের সাথে জড়িত পৌরসভার মেয়র মো. রফিকুল আলমসহ অন্য আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা ছাত্রলীগ।
খাগড়াছড়ি শহরের কদমতলী এলাকায় একটি কমিউনিটি সেন্টারে তারা এ সংবাদ সম্মেলন করে।
এসময় লিখিত বক্তব্যে তারা বলেন, ছাত্রলীগ কর্মী রাসেল হত্যাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
খাগড়াছড়ি শহরের কদমতলী এলাকায় একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমিন হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরন্নবী চৌধুরী, সিনিয়র সহ সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, কল্যাণ মিত্র বড়ুয়া, মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মংক্যাচিং চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, সাধারণ সম্পাদক চন্দন কুমার দে, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, সহ-সভাপতি মেহেদী হাসান হেলাল, সাধারণ সম্পাদক কে এম ইমাইল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি টেকো চাকমা, নিহত রাসেলের বাবা নুর হোসেন, মা মাজেদা বেগম ও বোন নুর বানুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।