সাটুরিয়ায় সাংবাদিক নেতার জামিন
সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা : নাশকতা, রাস্তায় গাছ ফেলে বেড়িকেড ও ভাংচুরসহ পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় সাটুরিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও একটি বেসরকারি বীমা কর্মকর্তা মো. শিকদার শামীম আল মামুনকে জামিন দিয়েছেন আদালত। বিচারকার্য সমাপ্ত না হওয়া পর্যন্ত তাকে স্থায়ী জামিন দেয়া হয়েছে।
১৮ই এপ্রিল, বুধবার দুপুরে এ বিষয়ে এক আবেদনের শুনানি করে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান খাঁন এ আদেশ দেন। শামীম আল মামুনের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাড. মো. জাহিদুর রহমান তালুকদার বাবুসহ একাধিক আইনজীবি।
জানতে চাইলে আইনজীবি মো. জাহিদুর রহমান তালুকদার বাবু বলেন, উপজেলার দরগ্রাম এলাকায় নাশকতা সৃষ্টি, রাস্তায় গাছ ফেলে বেড়িকেড ও ভাংচুরের মামলা হয়। এ ঘটনায় শিকদার শামীমকে প্রভাবশালীদের প্ররোচণায় পুলিশ তাকে আটক করে।