আতলেতিকোর হারে শিরোপার আও কাছে বার্সার
স্পোর্টস ডেস্ক : রিয়াল সোসিয়েদাদের মাঠে বড় ব্যবধানে হেরে গেছে আতলেতিকো মাদ্রিদ। তাদের পরাজয়ে লা লিগার শিরোপা জয়ের খুব কাছে পৌঁছে গেছে বার্সেলোনা। শেষ পাঁচ ম্যাচের একটিতে জিতলেই মুকুট পরবে এরনেস্তো ভালভেরদের দল। বৃহস্পতিবার রাতে সোসিয়েদাদের কাছে ৩-০ গোলে হেরেছে শিরোপা লড়াইয়ে থাকা আতলেতিকো। ম্যাচের ২৭তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড উইলিয়ান জোসের গোলে এগিয়ে যায় সোসিয়েদাদ। ৮০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হুয়ানমি। আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে স্প্যানিশ এই ফরোয়ার্ডের দ্বিতীয় গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।এই নিয়ে শেষ চার অ্যাওয়ে ম্যাচের তিনটিতে হারা আতলেতিকো ৩৩ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।১২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।