মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
Online Edition

গয়ালমারা আহমদিয়া ইবতেদায়ি ও দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শাহজালাল শাহেদ, চকরিয়া : চকরিয়ার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকার অন্যতম দীনি শিক্ষাপ্রতিষ্ঠান গয়ালমারা আহমদিয়া ইবতেদায়ি ও দাখিল মাদরাসার ২দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার ২৯মার্চ মাদরাসা মাঠে সম্পন্ন হয়েছে। মাদরাসা পরিচালনা কমিটির মো. সোহেল আরমান ও মো. হেলাল উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদরাসা সুপার মাওলানা ফরিদুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন হারবাং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়ানুরাগী মেহেরাজ উদ্দিন মিরাজ। প্রধান মেহমান ছিলেন হারবাং ইউপি সদস্য মোহাম্মদ ইসমাঈল।
উদ্বোধক ছিলেন ঢাকা জর্জ কোট ও ট্যাক্স কনসালটেন্ট এডভোকেট আবদুস ছবুর বাহাদুর। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, হারবাং ইউপির ৭, ৮, ৯নং ওয়ার্ডের মহিলা সদস্য মজমুন নাহার মজনু, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী, আজিজনগর খাজা ডেকোরেটর্সের স্বত্বাধিকারী ফরিদুল ইসলাম, গয়ালমারা যুব কল্যাণ সমবায় সমিতি লি:’র সভাপতি তাফসীর উদ্দিন, যুবলীগ নেতা আবদুল মালেক ও বিশিষ্ট ব্যবসায়ী আলী আহমদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক শাহরিয়ার মাহমুদ রিয়াদ, গয়ালমারা যুব কল্যাণ সমবায় সমিতি লিঃ’র প্রতিষ্ঠাতা সভাপতি জসীম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ওসমান, তরুণ শিক্ষাবিদ মিনহাজ উদ্দিন, জুবাইর আলম প্রমুখ। মাদরাসার শিক্ষক আবদুল গণীর সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী এবং মেধাবি শিক্ষার্থীদের হাতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়সহ রকমারি পুরস্কার তুলে দেন।
এদিকে পরেদিন ৩০শে মার্চ জুমাবার মাদরাসার ৩৮তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত বার্ষিক সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম বি.এ (অনার্স) এম.এ।
এতে সভাপতিত্ব করেন গয়ালমারা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শওকত আলী। অনুষ্ঠিত মাদ্রাসার সভায় বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আশরাফুল মোস্তফা বিন নূরীসহ স্থানীয় ওলামায়ে কেরামগণ আলোচনা পেশ করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ