শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

১৪ ছাত্রীকে বেত্রাঘাত করার অপরাধে-

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: দাউদকান্দি উপজেলার বারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াশিরুল হাসান ১৪ ছাত্রীকে বেত্রাঘাত করার অপরাধে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেছেন। সম্প্রতি বারপাড়া বাস স্ট্যান্ডে ছাত্রীদের অভিভাবকরা বেত্রাঘাতের কারণ জানতে তাকে ঘিরে ধরলে তিনি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন। উল্লেখ্য প্রধান শিক্ষক স্কুলের দশম ও অষ্টম শ্রেণির ১৪ ছাত্রীকে বেত্রাঘাত করলে বেশ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিতে হয়েছে।
গণমাধ্যমের প্রতিনিধিরা বেত্রাঘাতের কারণ জানতে তার কর্মস্থলে গেলে তিনি জানান, ছাত্রীদের অনেকেই পড়াশোনায় মনযোগী না এ কারণে দু’জন শিক্ষক ঐ ছাত্রীদের ক্লাস নিতে রাজি না হওয়ায় তিনি ক্লাশে গিয়ে দেখেন ওরা দুষ্টমি করছে। তাই তিনি ক্ষোভ নিয়ন্ত্রণ করতে না পেরে বেত্রাঘাত করেছেন বলে উল্লেখ করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ