বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার পরবর্তী শুনানি ১০ মে

স্টাফ রিপোর্টার : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আনফিট থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি। সরকার পক্ষের আইনজীবি আদালতকে জানান, খালেদা জিয়া শারিরিকভাবে আনফিট তাই তাকে আদালতে হাজির করা যায়নি।
গতকাল রোববার রাজধানীর বকশিবাজারে অবস্থিত ঢাকার ৫ নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের গতকাল আদালতে মামলাটির যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। পরে খালেদা জিয়ার আইনজীবী সানা উল্লাহ মিয়া জামিন বৃদ্ধির আবেদন করেন। আদালত শুনানি শেষে আগামী ১০ মে পর্যন্ত খালেদার জামিন বৃদ্ধি করেন এবং মামলার যুক্তি উপস্থাপনের জন্য একই দিন ধার্য করেন। পরে খালেদার আইনজীবী সানা উল্লাহ মিয়া সাংবাদিকদের কাছে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, খালেদা জিয়ার অসুস্থ্যতার বিষয়ে সরকার, আদালত কিংবা কারা কর্তৃপক্ষ পরিস্কার করে কিছু বলছে না তাই তারা এ নিয়ে উদ্বিগ্ন বলে জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ