জামায়াতের শোক
সাবেক মন্ত্রী ও বিএনপি’র স্থায়ী কমিটির সাবেক সদস্য এম শামসুল ইসলামের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি মাওলানা আ.ন.ম. শামসুল ইসলাম গতকাল বৃহস্পতিবার শোকবাণী দিয়েছেন।
শোকবাণীতে তিনি বলেন, এম শামসুল ইসলামের মৃত্যুতে জাতি একজন দেশ প্রেমিক রাজনীতিবিদকে হারালো। তিনি তার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।