শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সালাহকে ব্যালন ডি’অর দৌড়ে রাখছেন লিভারপুল সতীর্থ

থামানো যাচ্ছে না মোহাম্মদ সালাহকে। প্রতিপক্ষদের চুরমার করে গোল উৎসবে মাতা এই ফরোয়ার্ডকে এবার প্রশংসার জোয়ারে ভাসালেন তার লিভারপুল সতীর্থ দিয়ান লোভরেন। ক্রোয়েট ডিফেন্ডার ব্যালন ডি’অর দৌড়ে রাখছেন মিশরীয় ফরোয়ার্ডকে। চ্যাম্পিয়নস লিগে আবার জাদু দেখিয়েছেন সালাহ। রোমার বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে লিভারপুলের ৫-২ গোলে জেতা ম্যাচে পায়ের জাদুতে মুগ্ধ করেছেন তিনি ফুটবল বিশ্বকে। নিজে জোড়া গোল করার সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুই গোল। সব মিলিয়ে চলতি মৌসুমে নিজের গোল সংখ্যা নিয়ে গেছেন তিনি ৪৩-এ। ফর্মের তুঙ্গে থাকা মিশরীয় এই তারকাকে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর কাতারে দাঁড় করিয়েছেন লোভরেন। তার মতে, মানুষজন আর্জেন্টাইন ফরোয়ার্ড ও পর্তুগিজ তারকাকে নিয়ে যেভাবে কথা বলে, সালাহও তার দাবিদার। ব্যালন ডি’অর দৌড়ে তাই মেসি-রোনালদোর সঙ্গে লিভারপুল তারকাকে রাখলেন লোভরেন, ‘ব্যালন ডি’অর দৌড়ে তার (সালাহ) নামটাও উল্লেখ করা উচিত। মানুষজন যেভাবে মেসি ও রোনালদোর কথা আলোচনা করে, সালাহ বিষয়েও সে রকম কথা বলা উচিত।’ ২৫ বছর বয়সী ফরোয়ার্ডের গোল সংখ্যা মনে করিয়ে দিয়ে ক্রোয়েট ডিফেন্ডার বলেছেন, ‘সে অবশ্যই সম্মানের দাবিদার। ৪৩ গোল ভাই...সহজ কথা নয়।’ সতীর্থের প্রশংসা আরও ঝরেছে তার কণ্ঠে, ‘ও সুপারস্টার হতে যাচ্ছে। ও যা করে সেটা অনেক সহজ মনে হয়, আসলে কিন্তু তা অনেক কঠিন। পারফরম্যান্সের এই ধারা যদি সচল রাখতে পারে- জানি না এখনই ওকে চাপে ফেলাটা ঠিক হবে কিনা, তবে আমি বিশ্বাস করি ও বছর শেষে বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের মধ্যে থাকবে।’ ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ