শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

আন্তর্জাতিক ভলিবলের ফাইনালে আজ বাংলাদেশের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান

টিম মিটিংয়ে বাংলাদেশ ভলিবল দল

স্পোর্টস রিপোর্টার : একের পর এক জয়ে ফাইনালে ওঠে এসেছে বাংলাদেশ। শিরোপা অক্ষুণœ রাখার পালা এবার। প্রতিপক্ষ শক্তিশাীল তুর্কমেনিস্তান। বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেন্স আন্তর্জাতিক ভলিবলে টুর্নামেন্টে আজ শিরোপা নির্ধারনী ম্যাচ। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দুপুর তিনটায় ম্যাচটি শুরু হবে। এমনিতেই উচ্চতা আর কৌশল-সব দিক দিয়েই এগিয়ে মধ্য এশিয়ার দেশগুলো। তুর্কমেনিস্তানও তার বাইরে নয়। বরং আরও কৌশলী এই দেশের খেলোয়াড়রা। তাই এমন প্রতিপক্ষকে সমীহ করছেন স্বাগতিক কোচ আলিপোর আরজি। তারপরও শিরোপা জয়ের স্বপ্ন ঠিকই দেখছেন এই ইরানিয়ান কোচ। তার কথায়, ‘তুর্কমেনিস্তান খুবই পেশাদার দল। তাই বলে আমাদের ভাবনার কিছু নেই। কারণ উজবেকিস্তান এবং কিরগিজস্তানও ভালো দল ছিল। তারাও ভলিবলটা ভালো জানে।  টেকনিক্যালি, টেকটিক্যালিও তারা ভালো। এ মুহূর্তে আমাদের দলও ভালো ফর্মে রয়েছে। তাই আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।’ তিনি যোগ করেন,‘ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। আমাদের কৌশল, সামর্থ্য গত ম্যাচগুলোতে দেখিয়েছি। তবে ফাইনালটা কঠিন হবে জানি। কেননা, তুর্কমেনিস্তানও ভালো প্রস্তুতি নিয়ে এসেছে।’ শেষ পর্যন্ত জিতলেও আগের তিন ম্যাচের শুরুটা কিন্তু ভালো ছিল না বাংলাদেশের। গ্রুপ পর্বে নেপালের কাছে প্রথম সেট হারের পর ৩-১ সেটে জিতেছিল বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে অবশ্য  সরাসরি ৩-০ সেটে জিতেছিলেন হরষিতরা। আর সেমিফাইনালে কিরগিজস্তানের বিপক্ষে জেতা ম্যাচেও প্রথম সেটে হেরেছিল বাংলাদেশ। যদিও শেষমেষ ৩-২ সেটের জয় এসেছিল। আলীপোরের কথা, ‘ভলিবলে এমনটা হতেই পারে। আপনি শুরুর দু’সেট হেরে  গেলেন। কিন্ত ম্যাচের নিয়ন্ত্রণ আপনার মুঠোয় ছিল এবং পরে আপনি ঘুরে দাঁড়িয়ে জিততেও পারেন। এই প্রতিযোগিতা দেখিয়েছে আমাদের ছেলেরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে এবং জিততে পারে।’ এ পর্যন্ত সব ঠিক থাকলেও ব্লকিং আরও ভালো করতে হবে বলে মনে করেন অধিনায়ক হরষিত বিশ্বাস। তার কথায়, ‘সার্ভিস, ব্লক, অ্যাটাক সব বিভাগে যদি আমরা ভালো করতে পারি, তাহলে আমরা চ্যাম্পিয়ন হতে পারব। বিশেষ করে ব্লকিংয়ে ভালো করতে হবে। ভলিবলে ব্লকিং খুবই গুরুত্বপূর্ণ। এটা ভালো হলে প্রতিপক্ষের মনোবল ভেঙে যায়। ম্যাচ জেতাও সহজ হয়ে যায়। এই টুর্নামেন্ট জিতলে আমাদের ভলিবল অনেক এগিয়ে যাবে।’ অন্যদিকে বাংলাদেশকে সমীহ করছেন তুর্কমেনিস্তান অধিনায়ক উসমানবেক কালান্দারোভ। সেমি-ফাইনালে কিরগিজস্তানের বিপক্ষে হরষিতদের জেতা ম্যাচ গ্যালারিতে বসে দেখার কথাও জানান তিনি। উসমানবেকের কথায়, ‘বাংলাদেশ খুবই ভালো দল। গতকাল (বুধবার) তারা কিরগিজস্তানকে হারিয়েছে। আমরা পুরো ম্যাচটা দেখেছি এবং বিশ্লেষণ করেছি। আমাদের কৌশল, পরিকল্পনা সবই ফাইনালকে ঘিরে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা সর্বোচ্ছ চেষ্টা করব।’

অনলাইন আপডেট

আর্কাইভ