বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

‘মোদি-ফোবিয়া’য় ভুগছে ভারতীয় সাংবাদিকরা

২৭ এপ্রিল, রয়টার্স : বাক-স্বাধীনতার জন্য ভারতের খ্যাতি থাকলে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ভারতের সাংবাদিকদের জন্য মূর্তিমান আতঙ্ক। সম্প্রতি ভারতীয় সাংবাদিক ওপর বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে  এমন তথ্যই উঠে এসেছে। পত্রিকার সম্পাদকদের পদ ছাড়তে বাধ্য করা, সাংবাদিকদের শারীরিক নির্যাতনসহ বিভিন্ন অভিযোগ উঠেছে সরকারের বিরুদ্ধে। সম্প্রতি বার্ষিক বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে ভারতের গণমাধ্যমের অবস্থান আগের বছরের থেকে দুই ধাপ পিছিয়ে গেলে এ প্রতিবেদনটি প্রকাশ করে রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনটিতে আরো বলা হয়, ভারতীয় সাংবাদিকদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সকল গণমাধ্যমই হুমকির  মুখে রয়েছে । যদিও বুধবার প্রকাশিত ‘রিপোর্টাস উইদাউট বর্ডার’ এর জরিপে ভারতের অবস্থান পিছিয়ে পড়ার বিষয়টি নিয়ে মন্তব্য করেছে গণমাধ্যম নির্ণায়ক এ প্রতিষ্ঠানটি। তাদের মতে সকল প্রকাশনার মুখ বন্ধ করার চেষ্টা চালাচ্ছে দেশটির সরকার।
যদিও প্রতিষ্ঠানটির এ অভিযোগটিকে অস্বীকার করেছে দেশটির সরকার। জনসাধারণের উদ্দেশ্য ঘৃণাসূচক বাক্য ছড়িয়ে দিচ্ছে বলেও সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে মোদির সমর্থকরা। বিশেষ করে সম্প্রতি ক্ষমতাসীন দলের বিরুদ্ধে ভারতে একের পর এক ধর্ষণের অভিযোগ প্রকাশিত হওয়ায় বিক্ষুব্ধ দেশটির সরকার।

অনলাইন আপডেট

আর্কাইভ