শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সুস্থ জাতি গঠনে ক্রীড়ার গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, শরীর চর্চা ও ক্রীড়া প্রতিযোগিতা শারীরিক ও মানসিক বিকাশ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সুস্থ জাতি গঠনে ক্রীড়ার গুরুত্ব অপরিসীম। তিনি সম্প্রতি চ.বি. সোহরাওয়ার্দী হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ.বি. কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী। চ.বি.সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট প্রফেসর ড.মোহাম্মদ বশির আহাম্মদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মো. মোয়াজ্জেম হোসেন। মাননীয় উপাচার্য তাঁর ভাষণে উপস্থিত ক্রীড়ামোদী সকলকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি মানবিক গুণাবলী সম্পন্ন সুশৃংখল দেশ ও জাতি গঠনের গুরুত্ব আলোকপাত করে বলেন, বর্তমান সরকার উন্নত-সমৃদ্ধ মানবসম্পদ উৎপাদনে বিষয়টি গুরুত্ব দিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া চর্চার বিষয়টি বাধ্যতামূলক করেছেন। মাননীয় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশে নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলায় অংশগ্রহণের আহবান জানান। তিনি আজকের ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক সফলতা কামনা করেন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতা শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় সংগীতের সুর ও মুর্চ্ছনায় মাননীয় উপাচার্য জাতীয় পতাকা, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন বিশ্ববিদ্যালয় পতাকা, সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট হল পতাকা, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অলিম্পিক পতাকা উত্তোলন করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন হলের কৃতি ক্রীড়াবিদ আবদুল জব্বার। বিচারকদের পক্ষে প্রধান বিচারক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মো. তৌহিদ হোসেন চৌধুরীকে এবং ক্রীড়াবিদদের পক্ষে কৃতি ক্রীড়াবিদ উজ্জ্বল চৌধুরীকে মাননীয় উপাচার্য শপথ বাক্য পাঠ করান। উক্ত হলের সিনিয়র আবাসিক শিক্ষক ও টিম ম্যানেজার জনাব শিপক কৃষ্ণ দেবনাথের নেতৃত্বে অনুষ্ঠিত হয় ক্রীড়াবিদদের মার্চপাস্ট, এ মার্চপাস্টে হল পতাকা বহন করেন রুবেল সরকার। উদ্বোধন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, হলের প্রভোস্টবৃন্দ, সহকারী প্রক্টরবৃন্দ, উক্ত হলের হাউজ টিউটরবৃন্দ, বিভাগীয় সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা শাহাদত হোসেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) জনাব মো. ফরহাদ হোসেন খান। প্রেস বিজ্ঞপ্তি

অনলাইন আপডেট

আর্কাইভ