বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪
Online Edition

আসামীসহ পাচারের সময় ৭০ ভরি স্বর্ণ আটক

দামুড়হুদা ও চুয়াডাঙ্গা সংবাদদাতা : মাত্র ৪০ ঘন্টার ব্যবধানে  চুয়াডাঙ্গাস্থ-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা ২য় দফা অভিযান চালিয়ে ভারতে পাচারের  সময় ৭টি স্বর্ণের বারসহ প্রায় ৩৭ লক্ষ টাকার মালামাল উদ্ধার করেছে।
চুয়াডাঙ্গাস্থ-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোঃ ইমাম হাসান জানিয়েছেন- গতকাল শুক্রবার সাকাল ৬ টার দিকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঁঠালতলা নামক স্থানে পরিচালক ইমাম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দলের হাবিলদার মোঃ আবুল বাশার অভিযান চালিয়ে আসামী মোঃ শাহিন মিয়া (৩২), পিতা-মৃত আমির উদ্দিন, গ্রাম-দুল্যা মুনসুর, থানা-মির্জাপুর, জেলা-টাংগাইল কে ৮১৫ গ্রাম (৭০ ভরি) ওজনের উন্নতমানের ৭ টি স্বর্ণের বারসহ আটক করতে সক্ষম হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক মুল্য ৩৫ লক্ষ টাকা। এছাড়া এ সময় তার নিকট হতে নগদ বাংলাদেশী ৪ হাজার ৬৬৬ টাকা, এটিএম কার্ড ১ টি যার মধ্যে ১ লাখ ৩২ হাজার টাকাও আটক করা হয়। আটককৃত মালামালের সর্বমোট মূল্য প্রায় ৩৬ লাখ ৫৯ হাজার ১৬৬ টাকা। আটককৃত স্বর্ণের বার চুয়াডাংগা ট্রেজারি অফিসে জমা করতঃ অন্যান্য মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোপর্দ করা রয়েছে।
উল্লেখ্য, গত বুধবার চুয়াডাঙ্গাস্থ-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা দর্শনা নাস্তিপুর সীমান্ত পথে ভারতে পাচারের সময় ৩৭ কেজি স্বর্ণের বার আটক করে চাঞ্চল্য সৃষ্টি করার ৪০ ঘন্টার মধ্যে ২য় চালান আটক করতে সক্ষম হলো।

অনলাইন আপডেট

আর্কাইভ