কয়রার মেধাবী ছাত্র রোকনুজ্জামান বাঁচতে চায়
খুলনা অফিস : খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের শিমুলিয়ার আইট গ্রামের আব্দুল গফুর গাজীর ছেলে জাকারিয়া শিক্ষা নিকেতনের ৬ষ্ট শ্রেণির মেধাবী ছাত্র মো. রোকনুজ্জামান গত ২১ এপ্রিল মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মুত্যু পথের যাত্রী। আহত হওয়ার পর থেকে আজ পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। সকলের সহযোতিায় সে সুস্থ হয়ে লেখাপড়ার জন্য তার সহপাঠিদের মাঝে ফিরতে পারে এমন প্রত্যাশা রয়েছে সকলের। তার সু চিকিৎসার জন্য কয়েক লক্ষ টাকার প্রয়োজন। তার হত দরিদ্র পিতার পক্ষে এত টাকা ব্যয় করা সম্ভব নয়। এই মুহূর্তে সকল সহৃদয় ও বিত্তবান ব্যাক্তিদের আর্থিক সাহায্যের মাধ্যমে সে ফিরে পেতে পারে সুন্দর জীবন। সোনালী ব্যাংক কয়রা শাখা সঞ্চয়ী হিসাব নং-০০২০১৫১৭২ সাহায্য পাঠানোর জন্য তার পরিবারে পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।