শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

উ. কোরিয়া সঙ্কট সমাধানে ইতিবাচক ভূমিকা রক্ষায় আগ্রহী চীন

৩ মে, রয়টার্স : কোরীয় উপদ্বীপের সংকটে একটি কার্যকর রাজনৈতিক সমাধানের পথ খুঁজে পেতে ইতিবাচক ভূমিকা রক্ষায় আগ্রহ প্রকাশ করেছে চীন। গত বুধবার উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হোকে দেশটিতে সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ওয়াই একথা বলেন। চীন অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে উত্তর কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ পৃষ্ঠপোষক হলেও উত্তর কোরিয়ার একের পর এক পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষায় খুবই ক্ষুব্ধ ছিলো। এমনকি, দেশটির ওপর জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞার বিষয়েও সমর্থন দিয়েছিলো চীন। প্রসঙ্গত, গত সপ্তাহে অনুষ্ঠিত উত্তর-দক্ষিণ দুই কোরিয়ার ঐতিহাসিক বৈঠকের পরই উত্তর কোরিয়ায় দুইদিনের রাষ্ট্রীয় সফরে এলেন ওয়াং। বুধবার এক বিবৃতিতে ওয়াং বলেন, উত্তরের সাথে দক্ষিণ কোরিয়ার অত্যন্ত সফল সম্মেলন হওয়ায় খুবই আশাবাদী চীন।

অনলাইন আপডেট

আর্কাইভ